আমাদের কথা খুঁজে নিন

   

জব্বারের ইন্টারভিউ

এই পৃথিবীর সব কিছুই পাতানো, কলকাঠি নাড়ছে....... একজন; শুধুই একজন।

পুলিশ বিভাগে চাকরীর দরখাস্ত করেছে জব্বার। একদিন তার ইন্টারভিউ-এর ডাক পড়ল। তো বড় সাহেব প্রশ্ন করলেন 'একের সাথে এক মেলালে কত হয় বলো। ' জব্বার বলল,'এগারো।

' বড় সাহেব যে উত্তরটি চাচ্ছিলেন, স্বভাবতই এটি তা নয়। তবু উত্তরের জন্য তিনি খুশি হলেন। এবার প্রশ্ন করলেন, ইংরেজী 'টি' বর্ণটি দিয়ে কোন দুটি বারের নাম শুরু হয়। জব্বার এক মুহুর্ত না থমকে উত্তর দিল, টু-ডে আর টু-মোর। জব্বারের অযাথার্ত কিন্তু চমকপ্রদ উত্তর শুনে বড় সাহেব একটু নড়েচড়ে বসলেন।

কিন্তু সমস্যা হলো যত চমৎকার উৎতরই দিক, এরকম ভুল উৎতর দেয়া কাউকে তিনি চাকরী দিতে পারেন না। তাই তিনি জব্বারকে প্রশ্ন করে আটকানোর চেষ্টা করতে শুরু করলেন। তাই সরাসরি চ্যালেন্জ ছুড়ে দিয়ে বড় সাহেব জব্বারকে প্রশ্ন করলেন, "আব্রাহাম লিংকনকে কে খুন করেছিল?" এবার ধরা খেল জব্বার, কিছু সময় ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো বড় কর্তার মুখের দিকে। তারপর আমতা আমতা করে বললো, "স্যার, অ-আমি জানি না। " এই ফাঁকটিই খুঁজছিলেন বড় কর্তা।

তাহলে যান, বাড়ি চলে যান এবং এটা নিয়ে আরও চিন্তা ভাবনা করুন। ওকে নাকচ করতে পেরে আনন্দচিত্তে বললেন তিনি। জব্বার বাড়িতে এসে মাকে বললো, মা, বিশ্বাস করবে না, যা ভেবেছিলাম তার চেয়ে অনেক ভাল হয়েছে ইন্টারভিউ। চাকরীতো হয়েছেই তার উপর প্রথম দিনেই একটি খুনের কিনারা করার দায়িত্ব পেয়ে গেছি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.