আমাদের কথা খুঁজে নিন

   

মহাসড়কে হাঁটু পানি, দীর্ঘ যানজট

ভোগড়া, বাসন সড়ক, মালেকের বাড়ি ও আশে-পাশের এলাকায় জলাবদ্ধতার কারণে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েছেন বাসযাত্রী ও ব্যবসায়ীরা।
নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. ইকবাল হোসেন জানান, বৃহস্পতিবার ভোর রাত থেকে প্রায় তিন ঘণ্টা টানা বৃষ্টিতে গাজীপুর সদর উপজেলার বহু স্থানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পানি জমে গেছে।
“মহাসড়কের কোথাও কোথাও হাঁটু পানি জমে যাওয়ায় যানবাহন চলাচল দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। গাড়ি চলছে ধীর গতিতে, ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।


ভোগড়া এলাকার স্টার লাইট স্যুয়েটার কারখানার শ্রমিক জনি বলেন, “সকালে কারখানার উদ্দেশে বের হয়ে অফিসের কাছে পৌঁছে মহাসড়কে দেখি থৈ থৈ পানি। গাড়ি থেকে মহাসড়কে নামতেই  হাঁটু পানিতে প্যান্ট-জুতা ভিজে গেছে। ”
গরীব অ্যান্ড গরীব স্যুয়েটার কারখানার শ্রমিক জাহানারা বেগম জানান, কেবল মহাসড়কেই নয়, আশেপাশের সংযোগ সড়কগুলোরও একই দশা।
ভোগড়া ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুস সালাম জানান, মহাসড়কের নিচে মোগর খালের প্রবেশ পথসহ বিভিন্ন স্থানে অবৈধভাবে দোকান-পাট, বাজারসহ বিভিন্ন স্থাপনা গড়ে ওঠায় পানি নিষ্কাশনে বিঘ্ন ঘটছে। ফলে সামান্য বৃষ্টিতেই মহাসড়ক ও আশে-পাশের এলাকা তলিয়ে যায়।


“অবিরাম বৃষ্টি হতে থাকলে বাসা-বাড়িতেও পানি উঠবে। কাঁচা ঘর-বাড়ি ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এসব বিষয় জেলা প্রশাসনকে জানানো হলেও প্রতিকার পাওয়া যায়নি। ”
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক দেওয়ান হুমায়ুন কবির বলেন, “আমরা পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছি। ”


সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.