আমাদের কথা খুঁজে নিন

   

ভন্ড পীর কাহিনী ও পুরো সত্যের নমুনা! সব সম্ভবের এই দেশে যা ইচ্ছা তাই বলা যায়, লেখা যায়। টাকা থাকলে সব হয়।

একটা গোপন কথা বলি আজ। সবাই আমাকে যতটা চুপচাপ আর বোকা মনে করে আমি আসলে ওমন না। কথা বলিনা, হয়ত সাহস পাইনা; কিন্তু কথা ঠিকই জানি। বলতে পারিনা তো কি, ভাবছি না বলা কথাগুলো লিখব এখন। এবার বুঝবে মজা।



খুবই হাস্যকর। সেদিন প্রথম আলোতে ভন্ড পীর নিয়ে ভয়ঙ্কর সচিত্র প্রতিবেদনটিView this link ছাপা হওয়ার পর সকাল বেলায় আঁতকে উঠি। কি ভয়ঙ্কর! আমি হলফ করে বলতে পারি শুধু আমি না প্রতিটি বিবেকবান মানুষই তখন চেয়েছে ওই ভন্ডদের দৃষ্টান্তমূলক শাস্তি। সারা দিন প্রথম আলোর এই লেখা নিয়ে হৈচৈ। আমার অফিসেও সবার আলোচনায় ওই একটাই বিষয়।

সকালেই বিডি নিউজ ও প্রথম আলোর ওয়েব সাইটে দেখলাম ভন্ড পীর গ্রেপ্তার হয়েছে। ভালো লাগল। রাতে সব টিভিতে এ নিয়ে প্রতিবেদন দেখলাম। সবাই ভন্ড পীরের পুরো কারবারের সত্যতা স্বীকার করল, প্রতিবেদন দেখালো। ভালো লাগল, এমন একটা নির্মমতার বিপক্ষে সবাই সোচ্চার হয়েছে।

পর দিন সব পত্রিকায় এর ফলোআপ ছাপা হলো। সবাই রিপোর্টার পাঠিয়ে এর নিউজ করেছে। সবাই আগের দিনের প্রথম আলোর রিপোর্টের সঙ্গে পুরো একমত হয়েছে। এমনকি কালের কন্ঠও ,View this link প্রথম আলোর পিছনে লাগার জন্যই শাহ আলম যে পত্রিকা বানিয়েছেন। সবাই একই সুরে কথা বলল, ধিক্কার দিল ওই ভন্ড পীরকে।

এমনকি সব পত্রিকা ও টিভি সেখানে প্রতিবেদক পাঠিয়ে একই ধরনের ফলোআপ রিপোর্ট করল। কালের কন্ঠও প্রথম আলোর কন্ঠে তাল দিয়ে একই কথা বলল। কিন্তু শুধু জনকন্ঠে এর বিরুদ্ধে লেখা ছাপা হলো। এর পর দিন থেকে কালের কন্ঠও বুঝল এখানে প্রথম আলোর বিপক্ষে যাওয়ার একটা সুযোগ আছে। ব্যাস, আবার লেগে গেলো কাদা ছুড়াছুড়িতে।

যে পত্রিকায় আগের দিন নিজস্ব রিপের্টার পাঠিয়ে রিপোর্ট ছাপা হয়েছে সেই কালের কন্ঠেই আবার ছাপা হলো উল্টো কথা। ফটো সাংবাদিক নাকি ভুলিয়ে ভালিয়ে এই ছবি তুলিয়েছেন। এটা নাকি সরকারকে বিব্রত করতে প্রথম আলোর সরযন্ত্র! এটাই পুরো সত্যর নমুনা! তার পর যা হয় আরকি ............কালের কন্ঠ উদ্ভট সব কথা বলতে লাগল স্ববিরোধী কন্ঠে। গত কাল আবার ভয় পেলাম। পত্রিকায় দেখলাম ভন্ড পীরের পক্ষে ১৫ জন আইনজীবী দাড়িয়েছেView this link ।

মন্ত্রীর পক্ষেও ১৫ আইনজীবী দাড়ায়না হয়ত। তাহলে প্রশ্ন হলো এই আইনজীবীর ব্যয়ভার কে বহন করছে। এই ভন্ড পীরের মদদ দিচ্ছে কারা? একবার ভেবে দেখুন বিষটা কত ভয়ঙ্কর। তার মানে হতে পারে এর পেছনে হয় বসুন্ধরার শাহ আলম আছে নয়তো দেশের প্রভাবশালী পীরেরা আছেন। এটা আমার নিছকই কল্পনা প্রসূত চিন্তা।

কাল প্রথম আলোতে এর দাত ভাঙা জবাবও ছিলো। ওই পীরের সঙ্গে সেই সাংবাদিকের রেকর্ড করা ইন্টারভিউ ছাপিয়ে দিয়েছে তারা হুবহুView this link । এই রেকর্ডের পরও কি কোন প্রমানের দরকার আছে! তার মানে কি প্রথম আলোর ক্ষতি করার জন্য কি ওই রকম একটা নির্মম ভয়ঙ্কর বিষয়কে প্রশ্রয় দেওয়া সম্ভব! প্রথম আলো কে? প্রথম আলোকে নিয়ে যা ইচ্ছে করুক বসুন্ধরা, এটা ওদের নিজেদের ব্যাপার। কিন্তু তাই বলে এমন সত্য! আংশিক নয়, পুরো সত্যের নমুনা এমনই। তার পরও আমরা গাটের টাকা খরচ করে আট টাকা দিয়ে এমন পুরো সত্য কিনব।

প্রশংসা আর সমর্থন করবো শাহ আলমের মতো্ কিংবা ওই ভন্ড পীরের মতো মানবরুপী শয়তানদের। সব সম্ভবের এই দেশে এমন ভন্ড পীরের পক্ষেও যায় লোকজন। হায়রে সোনার বাংলা, পুরো সত্যের নমুনা দেখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।