আমাদের কথা খুঁজে নিন

   

নেপথ্যে জামায়াত: আর প্রকাশ্য বিএনপি আইনজীবি।

ভুদাই সমিতির সেক্রেটারী হিসেবে কাজ করছি। পার্মানেন্ট প্রেসিডেন্টের পোষ্ট খালি আছে।
যুদ্ধাপারাধ বিচার ঠেকাতে বা রায় নিজেদের পক্ষে আনতে জামায়াত উঠপেড়ে লেগেছে। গতকাল তারই একটা শোডাউন দিলো হোটেল শেরাটনের উইন্টারগার্ডেনে। ন্যাশনাল ফোরাম ফর প্রটেকশন অব হিউম্যান রাইটস নামে একটি সংগঠন একটি সেমিনার আয়োজন করে।

আমি কিছুদিন পুর্ব একটা লেখায় বা কমেন্টে বলেছিলাম যে জামায়াত এর পক্ষে লড়ার জন্য যেভাবে বাঘা বাঘা আইনজীবিরা প্রস্তুতি নিচ্ছেন সে তুলনায় সরকারের প্রস্তুতি একেবারে জিরো। তার উপর এমনসব আইনজীবি প্যানেল দিয়েছে যারা যুক্তি তর্কে একেবারে কচু পাতার পানির মত উড়ে যাবে এইসব আইনজীবি কতৃক। বাংলাদেশে একমাত্র যুদ্ধাপারাধ বা গনহত্যা বিচারের অভিজ্ঞতা সম্পূর্ন আইনজীবি টিএইচ খানও যুক্ত হয়েছেন জামাতী আইনজীবি প্যানেলে। গতকাল এইসব আইনজীবি "আন্তজাতিক অপরাধ ট্রাইবুনাল এক্ট" কে অবৈধ ঘোষনা করে বলে দিয়ে এই আইনে বিচার করা হলে সেটা হবে অবিচার এবং তারা এনিহাউ এই ধরনের বিচার প্রতিহত করবে বলে ঘোষনা দিয়েছেন। সবচেয়ে মজার ব্যাপার হলো অনুষ্ঠানের নেপথ্যে ছিলো জামায়াত আর অনুষ্ঠানের প্রায় সব অথিতি বা আলোচকই ছিল বিএনপিপন্থী।

যেমন টিএইচ খান, ব্যারিষ্টার জমির, বার সভাপতি খন্দকার মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ, সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়নুল আবেদিন, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এমপি। সরকারের কাছে আমাদের অনুরোধ জেনে শুনে গোলাম আজমের নাগরিকত্বের বিচারের মত এদের কাছে হেরে আমাদেরকে লজ্বায় ফেলবেননা। প্লিজ আরো শক্তিশালী তদন্ত কমিটি এবং আইনজীবি প্যানেল দিয়ে এই বিচার কাজ চালান।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।