আমাদের কথা খুঁজে নিন

   

হ্যাঁ, জীবনের ক্থাই বলছিলাম..

ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..

হ্যাঁ, জীবনের ক্থাই বলছিলাম.. আমাদের জীবনের কথা আমি, আমরা এবং সবাই কি রকম ভাবে চলছে আমাদের জীবন ? কি রকম ভাবে চলছে সবকিছু ? দু'মুঠো ভাতের জন্য যে কান্নার রোলধ্বনি শোনা যেত তা কি এখনও আমাদের মাঝে আছে ? নাকি সব বদলে গেছে..? নাহ্ । কিছুই বদলায়নি এদেশে কিছু বদলাবার সম্ভাবনাও নেই কোন.. তবে যে কান্নার আওয়াজ ঘরের চার দেয়ালে আটকা থাকত তারা আজ ঘরের বাইরে ক্ষুধার জ্বালা তীব্র থেকে তীব্রতর হতে হতে অসহ্য যন্ত্রণার প্রচন্ড দহনে দগ্ধ হতে হতে তারা আজ পথে পথে সমাগম হয়েছে.. যে কৃষকের গোলাভর্তি ধান কখনোই ফুরোতো না সে কৃষক আজ দুমুঠো ভাত পায় না.. ঋণের দায়ভারে সে আজ ভঙ্গুর এক কচুগাছ সারা বছরের কষ্টের সোনালি ফসল মহাজনী নৌকায় তুলে দেয় সে হাসিমুখে যে হাসির নিচে লুকানো থাকে অবিশ্রান্ত কষ্টজল এভাবেই চলছে.. এভাবেই চলছে সবকিছু এভাবেই চলবে কোন কিছুরই পরিবর্তন হবে না শুধু হাতে কয়েকজন ছাড়া গরীব দিন দিন আরও গরীব হচ্ছে আর অন্যদিকে গরীবের ঘাড়ের উপর নিষ্ঠুর পায়ের আঘাতে ক্ষত বিক্ষত শব্দে ধনীর তাগ্রা ঘোড়াটা লাগামহীন ছুটে চলছে এভাবেই চলছে.. চলতে থাকবে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.