আমাদের কথা খুঁজে নিন

   

শুন্যতার হাওয়ায় ওড়ে

আহসান জামান

সে কোন বাজপাখি ছোঁ মেরে কেড়ে নেয় এক একটা দুপুর আর আড়চোখে পড়ে নেয় পুরানো পুঁথি। মননে বীজ বুনে আবাদীবৃষ্টির চাতক, কোন বনে বেঁধেছে ঘর; ফেলে রেখে পরবাসে। রাতভর পথ-হাঁটা-পথে কতটুকু পথ হাঁটে সে; গভীরে, গাঢ় দাগ ক্রমশঃ তলিয়ে যায় আর হারাতেই থাকে এক একটি জীবনের ছক। কে এসে জুড়ে দেবে বলে, আশার রেখা এঁকে, যেতেই; মুছে নিয়ে চৌদিক, দূরত্ব বেড়ে ওঠে কেবল। মাঝরাতে চারিদিক হাহাকার জড়ো হয় আর তার অন্ধকারে সেইসব তারারা আজ মৃতশ্লেজে পুনশ্চঃ চড়ে বসে; শুন্যতার হাওয়ায় ওড়ে ওড়নার দল।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।