আমাদের কথা খুঁজে নিন

   

তোমাকে ভোলার জন্য

ভালো থেকো ফুল মিষ্টি বকুল ভালো থেকো তোমাকে ভোলার আর কোনো পথ খুঁজে পাইনা, তুমি এমন ভাবে চোখ রেখেছ চোখে হাত রেখেছ হাতে এমন ভাবে মায়ার জালে রেখেছ আমায় বেঁধে, আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছ আমায় তোমাকে ভোলার আর কোনো পথ খুঁজে পাইনা। তোমাকে ভুলতে যেয়ে ভুলে গেছি কত কিছু কত কিছুতেই উদাসীন হয়ে গেলাম অমনযোগে হারালাম কত কিছু কত কিছু দেখেও না দেখার ভান করে পাশ ফিরে চলে গেলাম কত ভালোলাগা দিলাম বিসর্জন, তোমাকে ভোলার জন্য। তোমাকে ভোলার আর কোনো পথ খুঁজে পেলাম না। তোমাকে ভোলার জন্য গৃহত্যাগী জ্যোস্না দেখি না কতদিন, যাই না কোনো স্রোতস্বিনী নদীর কাছেও শৈশব আমাকে ডাকে,আমি ফিরেও তাকাই না, তোমাকে ভোলার জন্য। তোমাকে ভুলতে যেয়ে আমি ভুলে গেছি ছন্দ কবিতা, প্রজাপতি দেখে চোখ সরিয়ে নেই; রঙের রাজ্যে তোমাকে মনে পড়ে বলে খুব বেশী প্রিয় গান গুলো এখন আর আমার মনেই পড়ে না, তোমাকে ভুলতে যেয়ে ভুলে গেছি প্রিয় কবি মহাদেব সাহা'র অজশ্র প্রেমের কবিতা। খুব ভোরে এখন আর শিশির দেখি না চোখে অথবা নদীর কুলে কাশফুল দেখেও না দেখে থাকি, তোমাকে ভোলার জন্য। পৃথিবীতে সবচেয়ে দূর এখন তুমি, তোমার চেয়ে আর কোনো দূর আমার নেই তোমাকে ভোলার জন্য আমি আর কতদূর যেতে পারি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.