আমাদের কথা খুঁজে নিন

   

জিয়ার মরণোত্তর বিচার চান ইনু

সামরিক আদালতে আবু তাহেরের গোপন বিচার অবৈধ বলে দেয়া উচ্চ আদালতের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর বৃহস্পতিবার দলের এক সভায় তিনি এই দাবি করেন।
এজন্য সংসদে আইন প্রণয়নের সুপারিশ করেছেন তথ্যমন্ত্রী ইনু।
তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানের মধ্যে ক্ষমতায় যাওয়া সেক্টর কমান্ডার জিয়া রাজাকারদের ‘ময়লার টিন’ থেকে তুলে এনে মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।
জাসদ নেতা তাহেরের সামরিক আদালতে বিচার অবৈধ ঘোষণা করে দেয়া রায়ে সন্তোষ প্রকাশ করে তার সহচর ইনু বলেন, “আমাদের সম্মান পুনরুদ্ধারে ৩৮ বছরের আন্দোলন সফল হয়েছে এবং জিয়াকে খুনি হিসেবে প্রমাণ করতে পেরেছি।
“জিয়ার পদ-পদবি রাষ্ট্রীয়ভাবে প্রত্যাহার করে তার মরণোত্তর বিচার করা হোক।”
রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছে, তাহেরকে বিচারের নামে হত্যা করা হয়েছিলো এবং এর পরিকল্পনা ছিলো জিয়ার।
জাসদ কার্যালয়ে আলোচনা সভায় ইনু ছাড়াও বক্তব্য রাখেন মঈনুদ্দিন খান বাদল, শিরিন আখতার, মীর আক্তার হোসেন প্রমুখ।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.