আমাদের কথা খুঁজে নিন

   

নিঃশঙ্ক ভাস্কর

শুকতারা তবু "আঁধার ফুরাবে" আশ্বাস দিয়ে যায়...

আজ কেন মন খুনের নেশায় মত্ত পাগলা ঘোড়া মিথ্যে মায়ার কুহেলিকা টেনে লুকায় বর্ণচোরা। তোলে ঝড় মনে অজর প্রশ্নে জীর্ণ বর্তমান মার খেয়ে পিঠ ঠেকেছে দেয়ালে; উদ্বাহু শয়তান। "কে রুখবি আয়..." হাঁক ছেড়ে যায় ক্ষোভে ফুলে ওঠা বুক ইস্পাতে গড়া কলিজা ভিতরে উদ্ধত উন্মুখ। ভাস্করে আজ গ্রহণের ছায়া, বন্দি মানব ধর্ম লোষ্ট্র-কাষ্ঠ-প্রস্তরে বেঁচে মাংস-অস্থি-চর্ম বাসুকির বিষে শ্বাপদারণ্যে বিবেক হয়েছে লাশ সিংহের জাত বারুদে খুঁজছে জীবনের আশ্বাস। {যখন ৮ বা ৯ ক্লাসে পড়তাম, বিক্ষু্দ্ধ উত্তপ্ত সব কবিতা লেখার ধান্ধায় থাকতাম। কিন্তু বয়সের ছোঁয়াচে রঙ থেকে কবিতার আগুনও বাঁচতে পারতো না... ভালবাসার কিছু রঙ কিভাবে ঠিকই ঢুকে যেতো লেখায়... ঈশারায়.. অনুভবে.. অপরিণত বয়সের অপরিণত আরেকটি কবিতা... }

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.