আমাদের কথা খুঁজে নিন

   

মুভি প্রেমিকদের চোখে সেরা ১০ টি মুভি

ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে
এই ১০ টি মুভিতে মোট ভোট পড়েছেঃ ২৯,১০,৩৯২ টি। সোর্স হলো আইএমডিবি (Internet Movie Database )...যদিও তাদের রেটিং নিয়ে কিছু দুর্নীতির অভিযোগ এসেছে কিছুদিন আগে কিন্তু এই ভোটগুলো সাধারণ নিয়মিত সদস্যদের...অনেকগুলো মুভি নিয়েই ব্লগে একাধিক পোষ্ট হয়েছে... ১০। The Dark Knight (2008) ব্যাটমান সিরিজের এই শেষ মুভিটা সবাইই দেখে ফেলেছেন মনে হয়........হিথ লেজার মারা না গেলে এই মুভি এতো ক্রেজ তৈরি করতো কিনা সন্দেহ আছে..যদিও ক্রিস্টিয়ান বেলের বরাবরের মত জমাট অভিনয়, কাহিনী, চিত্রনাট্য সব মিলিয়ে দূর্দান্ত আ্যকশন...ডিভিডি রিপ পাওয়া যাবে এখানে । ৯। Star Wars: Episode V - The Empire Strikes Back (1980) স্টার ওয়ারস সাগার সবচেয়ে জনপ্রিয় মুভি এটি....হ্যারিসন ফোর্ডেন যুবা বয়সের অভিনয়...চমকৎকার কাহিনী আর সে সময়কার তুলনায় দূর্দান্ত সব এফেক্ট মিলে এট মুভি সাই-ফাই প্রেমীদের অলটাইম বেস্ট লিস্টে জায়গা করে নিয়েছে।

ডিভিডি প্রিন্টের লিংক পাওয়া যাবে এখানে । ৮। One Flew Over the Cuckoo's Nest (1975) জ্যাক নিকলসনের সেরা মুভি এটি....মানসিক অসুস্হ রোগীদের চিকিৎসায় রত এক স্বৈরশ্বাসীনি নার্স এবং রোগীদের মাঝে টানাপোড়ন নিয়ে চমৎকার ড্রামা মুভি এটি। লিংক আছে এখানে । ৭।

12 Angry Men (1957) অন্যতম সেরা ক্লাসিক ড্রামা...১২ জন জুরী এক কৈশোরের খুনের মামলার শুনানির শেষে রায় ঠিক করে দোষী না র্নিদোষ...মাত্র একটি রুমে ১২ জন লোক নিয়ে করা এই মুভির একাধিক রিমেক হয়েছে পরে...মানুষের ব্যক্তিগত জীবেনর টানাপোড়ন কিভাবে চিন্তা ধারাকে প্রভাবিত করে তার চমৎকার পরিস্ফুটন আছে এই মুভিতে। ডিভিডি লিংকের জন্য এখানে ক্লিক করতে হবে। ৬। Schindler's List (1993) স্পিলবার্গের মাস্টারপিস...২য় বিশ্বযুদ্ধের পটভূমিতে তৈরি মুভিটিও বেশীরভাগেরই দেখা বোধ করি....লিংক আছে এখানে । ৫।

Pulp Fiction (1994) টারান্টিনোর মাস্টারপিস গুলোর অন্যতম....তার অন্য মুভির মতই দৃশ্য, ডায়ালগ এবং কাহিনী...ডিভিডি লিংক আছে এখানে । ৪। The Good, the Bad and the Ugly (1966) ক্লিন্ট ইস্টউডের ওয়েস্টার্ন ক্লাসিক...বাংলাদেশে ভিডিও ক্যাসেটের আমলে সব দোকনেই এই মুভি রাখতো...লিংক এখানে । ৩। The Godfather: Part II (1974) গডফাদার ট্রিলজীর ২য় মুভি...গডফাদারের গডফাদার হয়ে উঠার কাহিনী...লিংক পাওয়া যাবে এখানে বা বিকল্প এখানে ।

২। The Godfather (1972) মার্লোন ব্রান্ডোর অভিনয় কি জিনিষ এই মুভি না দেখলে হয়ত বোঝা যাবে না...এই মুভিটার পুরো স্বাদ পাবার জন্য সেবার বাংলা অনুবাদটা পড়ে নিলে ভালো হয়..লিংক আছে এখানে: সোর্স-১ , সোর্স-২ , সোর্স-৩ । ১। The Shawshank Redemption (1994) জীবনবোধের এই অসাধারণ মুভি নিয়ে ব্লগে একাধিক পোষ্ট এসেছে...লিংক আছে এখানে । .............................. ফুটনোটঃ ব্লগের কোন -তম পোষ্টই দেয়া হয় নি....এই পোষ্টটি ক্ষাণিকটা -তম পোষ্ট হিসাবে দিলাম (এই পোষ্টেই ৩ লক্ষ হিট হলো আমার ব্লগের)....সামনে এক অনিশ্চিত জীবনের পথে যাচ্ছি.....নিয়মিত ব্লগে আসা হবে কিনা জানি না...ব্লগের প্রতি...ব্লগের সবার প্রতি ভালোবাসা ছিল...থাকবে...দেশের এই মুক্ত জানালা আরো সমৃদ্ধ হোক এই শুভকামনা থাকবে সর্বদা.....
 


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.