আমাদের কথা খুঁজে নিন

   

মধ্যাহ্ন ভোজন

তোমার শরীরের দিকে চাও, মগ্ন হও একবার তোমার শরীরের পানে, কবিতারা ওখানে বসবাস করে অহোনিশি

মধ্যাহ্ন ভোজন চলছে। পুরনো দেয়ালের গা থেকে খসে পড়ছে পচ্ছাবের নোংরা গন্ধ। ড্রেনে চলছে ব্যাবহৃত কনডমের সঙ্গে পোনা মাছের অদ্ভুদ এক খেলা। ভোজনের অদ্ভুদ গন্ধে মাতাল হচ্ছে বাতাস। নোনা স্বাধ আর কাঁচা লঙ্কার ঝালে, আর চারপাশের অদ্ভুদ দূর্গন্ধে খাবারে অরুচি হচ্ছে না কারো। পৃথিবীর মানুষ এরকম খাবার খায়নি কখনো যেনো-- বাচ্চা দুটোর পেঠে বিশাল গর্ত। মা তার খাওয়াচ্ছে দানব মানুষ, বাচ্চার দিকে খেয়ালই নেই। নিষ্টুরের পৃথিবীতে আর কি থাকতে পারে ! থালা বাটির টুনটুন আওয়াজ পথচারিকে ক্ষুধার কথা মনে করিয়ে দেয়। পেচ্ছাবের ধারা, ড্রেনের দুর্গন্ধে ভেসে যাওয়া মানব মন আর চারপাশের মাতাল গন্ধে সবাই মধ্যাহ্ন ভোজন সারছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।