আমাদের কথা খুঁজে নিন

   

এলোমেলো ভাবনাগুলো : ০২

আমাকে দু দন্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন

মনটা ভীষণ খারাপ। গতকাল একজন খুব বাজে কথা বলেছে একটা সিলি ব্যাপার নিয়ে। আমি কিছু না করে কেউ যদি কিছু বলে আমাকে তাহলে আমার মারাত্নক মন খারাপ লাগে। আমি যা করব না তার জন্য আমাকে কেন জবাবদিহি করতে হবে বুঝিনা। মাঝে মাঝে মনে হয় আর চাকরী টাকরী করবো না।

না খেয়ে থাকতে পারলে হয়তো তাই করতাম। নিরালায় একাকী বসে ওমর খৈয়ামের মত কবিতা লিখতাম। কিন্তু আমি তো চাইলেও ওমর খৈয়াম হতে পারবো না। তাই দুঃখ কষ্ট নিয়েই বেঁচে থাকতে হবে। কবিতা আমার ভিতরে বাহিরে বাস করে।

আমার উঠোন জুড়ে কবিতার রাজত্ব আর আমি তার একচ্ছত্র অধিপতি। কবিতা আমাকে যদি ছেড়ে যায় যেতে পারে কিন্তু আমি পারব না তাকে ছেড়ে দিতে। আমি পৃথিবীতে একটা জিনিসই খুব ভালোবাসি আর সেটা হল কবিতা। তাই কবিতাকে কোথাও যাওয়া যাবেনা কিংবা যাওয়া আমার পক্ষে সম্ভবও না। আমি কবিতা লিখলে কার বাবার কি আসে বুঝি না।

আরে বাবা পারলে আমার মত দু এক লাইন লিখে দেখাওনা। দেখি কার মা কাকে কতটুকু দুধ খাওয়াইছে। কার আছে এরকম লিখার মত এক হাত যে হাতে জগৎ একদিকে আর কবিতা একদিকে রাখতে পারে। আমি বুঝি কিছু কিছু ভন্ড শয়তানের জন্য কেন আমাকে জবাবদিহি করতে হয়। হায় সেলুকাস তুমি কই? আর লিখব না।

ভন্ডরা চিরদিনই পিছনে থেকে কথা বলে যায়। সামনে আসার সুযোগ পায়না। আমিও সে সুযোগ দিতে চাই না ঐ সব ভন্ডদের। কে সামনে কে পিছনে এইসব আমার কাছে অনেক বড় যেমন বড় নয় কে ছোট কে বড়? আমি সারাজীবন আমার মতাদর্শে বিশ্বাসী। কেউ যদি আসে আমাকে শিখাতে কে আসল কে নকল তাহলে আসুন সামনা সামনি লড়ি এবং বিচারকরা বিচার করবেন সত্যিকার অর্থে কে আসল? তাহলে আসুন লড়ি..............।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।