আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকায় ‘আয়রন ম্যান থ্রি’

এ বিষয়ে স্টার সিনেপ্লেক্স-এর বিপণন ও মিডিয়া ম্যানেজার মেজবাহউদ্দীন আহমেদ বলেন, “বিশ্বজুড়ে অগণিত সিনেমাপ্রেমীর চোখ ধাঁধিয়ে এখন বক্স অফিস কাঁপাচ্ছে ‘আয়রন ম্যান থ্রি’। অ্যাকশন আর চোখ ধাঁধানো স্পেশাল ইফেক্টের সিনেমাটি এখন হলিউড টপচার্টের শীর্ষে অবস্থান করছে। ”
সিনেমাটি সম্পর্কে মেজবাহউদ্দীন আহমেদ বলেন, “এর একটি বড় অংশের চিত্রায়ণ হয়েছে চীনে। বাকি অংশের দৃশ্য ধারণ হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডায়। সিরিজের আগের দুটি সিনেমা জন ফ্যাব্রিউ পরিচালনা করলেও এবারেরটি নির্মাণ করেছেন শেন ব্ল্যাক।

তবে অন্যান্যবারের মতো এবারও মূল ভূমিকায় অভিনয় করেছেন রবার্ট ডাউনি জুনিয়র। এতে আরও অভিনয় করেছেন গিনেথ প্যালট্রো, ডন চিয়াডলি, গাই পিয়ারস, বেন কিংসলে প্রমুখ। এবার খলচরিত্রে দেখা যাবে সদ্য এশিয়ান ফেলোশিপ অ্যাওয়ার্ডজয়ী বেন কিংসলেকে। ”
সুপার হিরো হিসেবে আয়রন ম্যানের প্রথম আত্মপ্রকাশ ঘটে ১৯৬৩ সালে মার্ভেলের কমিক বুক ‘টেলস অব সাসপেন্স’-এর পাতায়। তার একক আত্মপ্রকাশ হয় ১৯৬৮ সালের মে মাসে ‘দ্য ইনভিন্সিবল আয়রন ম্যান’-এর মাধ্যমে।

পর্দায় তার কেরামতি দেখতে দর্শকরা যে বেশ পছন্দ করেন, তা ব্যবসায়িক সাফল্যই বলে দিচ্ছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।