আমাদের কথা খুঁজে নিন

   

এলোমেলো ভাবনাগুলো

আমাকে দু দন্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন

আজকের বিকেলটা অসম্ভব সুন্দর মন প্রাণ কেড়ে নেয়ার মত। এরকম বিকেলে আড্ডা জমত আমাদের। অদ্ভুদ আধার এক পৃথিবীতে নেমেছে আজ। তাই আমরা ভুলে যাই শৈশবের অমলিন স্মৃতিগুলো, আর ভুলে যাই অমন শখের বন্ধুত্ব। আজ আমরা বহুদূর বসবাস করি।

নগর সভ্যতা আমাদের সম্পর্ককে ভেঙ্গেচুরে একাকার করে দিয়েছে। আমরা আর নিজেকে ছাড়া কিছুই ভাবতে পারিনা এখন। আমাদের জগত ক্রমশই কেন্দ্রিভুত হচ্ছে অথচ আমরা বলে থাকি "Global Distance Has Removed and The world Is Now Like A Small Village." আমার মনে আছে যখন আমি স্কুলে পড়তাম তখনও আমরা বিকেলগুলোয় আড্ডা দিতাম বন্ধুরা মিলে। আমাদের প্রথম প্রেম ছিল গোপনে এবং সেটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করার পরে। একসাথে ঘুড়ি উড়াতাম, শাপলা কুড়াতাম, নৌকা বাইচ খেলতাম আরও কত কি....ভাবলে এখনো শিহরন টের পাই...মন কেমন কেমন করে।

শহরে বসবাস করি আজ অনেকদিন হল। বন্ধুরা শৈশবের জামা জুতা ফেলে আসার মত কেউ ফেলে গেছে দুরে আর কাউকে আমি ছেড়ে চলে এসেছি অজানায়। কেউ দুরের বাসিন্দা আর কেউ কাছে থেকেও যোগাযোগহীন। হায়রে নিয়তি! আমরা কত বদলে যাচ্ছি প্রতিদিন! আমাদের দীর্ঘশ্বাস দিনে দিনে লম্বা হতে হতে আকাশ সমান। আমরা এখন আর আড্ডা দেইনা বিকেলময়, করা রোদে দৌড়াই না গায়ে জ্বর আসবে, নদীতে সাঁতার কাটি না ময়লা পানি বলে, গাছে চড়ি না পরে হাত পা ভেঙ্গে মরে যাবো বলে, ডাংগুলি খেলি না খেলতে পারি না বলে।

আমাদের শৈশব হারিয়ে যাচ্ছে যেমন একদিন হারিয়ে যায় কোমরের ঘুঙুর, গলার কবজ অথবা বাহু বন্ধনী। আমরা দিনে দিনে অদ্ভুদ এক আধারের দিকে যাচ্ছি। চলবে.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।