আমাদের কথা খুঁজে নিন

   

টিক্কা খানের মৃত্যুদিনে কিছু থুথু.......



২০০২ সালের আজকের দিনে লে.জে. টিক্কা খান মারা যায়........ আমরা জানি সে কুখ্যাত ছিল কসাই হিসেবে........তার এই কুখ্যাতির জোরেই পাকিরা তাকে পাঠিয়েছিল তৎকালিন পূর্ব পাকিস্তানে.......এখানেও সে তার পূর্ববর্তী দুর্নাম ধরে রাখে........এবং অপারেশন সার্চলাইটের 'সফলতা'র পুরস্কার হিসেবে '৭১-সালেই মুলতানে পোষ্টিং পায় আর ভারত-পাকিস্তান যুদ্ধবাধানোর কাজ করে........ যদিও আমাদের মুক্তিযুদ্ধে পাকিরা নাকানিচুবানি খেয়ে প্রকাশ্যে আত্মসমর্পন করতে বাধ্য হয় এবং নিয়াজিসহ অন্যরা কিছুটা হেস্তনেস্ত হয় ভারত থেকে পাকিস্তানে ফিরে, সেখানে বিস্ময়করভাবে টিক্কা খান সেনপ্রধান নিযুক্ত হয় এবং অবসর নিয়ে ভুট্টোর প্রতিরক্ষামন্ত্রী হয়!!!! পটপরিবর্তনের ফলে জে. জিয়াউল হক এলে তাকে কিছুদিন পস্তানো লাগে.......যদিও বেনজির ভুট্টো ক্ষমতায় এসে তাকে পাঞ্জাবে গভর্নর বানায়, যদিও বেশিদিন থাকতে পারেনাই বেনজির নিজেই বরখাস্ত হয়ে যাওয়ায়........ টিক্কা মরে ২০০২-এর আজকের দিনটায়.......তার মরনের পরে বেনজির বাণী দেয়, [He] rose to the highest offices of this country due to his hard work and respect for the rule of law............ rule of law????? ওরে পাকিরে.......এইজন্যই তো তোদের দেশের আজকে এই অবস্থা........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.