আমাদের কথা খুঁজে নিন

   

টিক্কা খান নিহত এবং স্বাধীনতা পক্ষের মিডিয়া বিজয়

প্রথমেই আমি তাকে যাদু করতাম

বেলুচিস্তানে গণহত্যার ব্যাপক সাফল্যের জন্য বেলুচিস্তানের কসাই খ্যাত টিক্কা খানকে ৭ই মার্চ দায়িত্ব দেয়া হয় পুর্বপাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান হিসেবে । ২৫ শে কাল রাত্রির ভয়াবহতা পুর্বপাকিস্তানের জনগণ কে বিস্মিত করে দেয় এবং চতুর্দিকে নেমে আসে ভয়াল ছায়া । ১৯৭১ সালে ত্রিপুরা থেকে প্রকাশিত 'জাগরণ' পত্রিকার বিশাল হেডলাইন আসে যে ২৭ মার্চ টিক্কা খান মুক্তিযোদ্ধাদের গুলিতে নিহত হয়েছে এবং ভারতীয় সময় রাত ১ টায় তাকে ঢাকার মিলিটারী হাসপাতাল ময়দানে কবর দেয়া হয়েছে । প্রসঙ্গক্রমে "জাগরণ" পত্রিকাটি ছিল বাংলাদেশের খবর জানার অন্যতম উত্‍স। অবশ্য আকাশবাণীর থেকে প্রথম খবরটির শুরু।

এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্র তাতে যোগ করে যে টিক্কা খানের ৪ সহকর্মীকেই হত্যা করা হয়েছে এবং মুক্তিবাহিনীর লোকেরা ঢাকাকে প্রায় মুক্ত করে ফেলেছে । টিক্কা খানকে হত্যাটি ছিল স্বাধীনতা পক্ষের বেতার এবং মুদ্রিত মিডিয়াতে প্রচারিত প্রথম সফল গুজব যা মানুষের মনে ব্যাপক সাহস যুগিয়েছিল । গুজবটিকে বিশ্বাস যোগ্য করার জন্য বঙ্গবন্ধুর বরাত দিয়ে (পাকিস্তানিদের প্রচারিত)গুজবে কান না দেয়ার অনুরোধ করা হয়েছে । প্রকৃতির প্রতিশোধ, এই চির ঘৃণিত পাক‌‌ কসাই টিক্কা খানের মৃত্যু হয় দীর্ঘ রোগ যন্ত্রণা ভোগের পর ২০০২ সালে । পাদটিকা: টিক্কা খানের সঙ্গে তার প্রিয় পাত্র গোলাম আজমের নেতৃত্বে শান্তিবাহিনীর বৈঠকের ছবিটি না দিয়ে পারলাম না এবং একই সময়ে ফকিরাপুলে রাজাকার বাহিনীর প্রশিক্ষণ চলছে কমান্ডার ফিরোজের নেতৃত্বে ।

বলাবাহুল্য বর্তমানে প্রশিক্ষণ কেন্দ্রটি ফকিরাপুল থেকে স্হানান্তরিত হয়ে মগবাজারে গিয়েছে বলে জানা গেছে । কৃতজ্ঞতা: ৭১ ফটো গান , উইকিপিডিয়া

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.