আমাদের কথা খুঁজে নিন

   

এলোমেলো ০৫ : দ্রোহের ভেতর একখন্ড জলের মেঘ

প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)

৫০০০.সুভেদ্যবোধ ঝিরঝির হাওয়ার স্রোত শেষরাত্রি বাদুড়ঝোলা দেহের কার্নিশে অবাধ্য বর্ধিত তোমায় পেতে চায় স্রোতের বেশে আজ তোমার কার্নিশে গন্তব্য। ৫০০১. মাকড়ঘর একটুকরো খোলসপাতায় সাপ ফোঁটা বিন্দু জল বাড়ে অনবদ্য উল্লাস হিসহিস গানে বিস্ফোরিত বারুদ নিউরণে আজ তীব্র অগ্নিকান্ড। ৫০০২. ইনসমনিয়তি তারপর পড়ে থাকে দেয়ালে পিকাসো ছাইদানির গর্ভে আরো মৃত্যু ধীরে ধীরে ফিকে হয় চাঁদ ও বৃক্ষ হররোজ। ৫০০৩. আগ্রাসন পেঁজাতুলোর ঘ্রাণ নিয়ে কমলাঠোঁট চুম্বন বন্ধনী পেরিয়ে কখনো কখনো উপত্যকা ক্রমাবনতি স্থির ঝুলে যান্ত্রিক গহীনে ঘর্ষন নির্যাসের গেলাসে আমি এক অদৃশ্য দর্শক মুগ্ধ। ৫০০৪. ভাটার্তনাদ ফিরিয়ে দাও লুন্ঠিত গান পুড়িয়ে দেব সব সৃষ্টি আমি আর পবিত্র হতে চাই না।

৫০০৫. লোবান কান্নার হিম জড়িয়ে দাও শুভ্র চাদরে বিশ্লিষ্ট হয়ে যাব অনুজীব পর্যায় আজ কোন ঘুম নয় শুধু বিশ্রাম কোথায় আমার আশ্রয় ঝুলে আছে আগুনপুরে? ৫০০৬. বাতাসকোটিন আমরা যুগপৎ পুড়তে পুড়তে এগিয়ে যাই অস্থির কুয়াশার মেরুদন্ড বেয়ে তারপর বন্ধুতা;তৃপ্তপরাজয় ভালোবাসা শেষে আমি বাতাস হবো তোমরা কিংবা তোমার সাথে। ৫০০৭. সিক্তি নীল শাড়ি খুলে ফেলো তুমি সব বন্ধন কালো অন্তর্বাসে ঘষে নেব ঘাসবন চোখের ভেতর আঁকব সিক্তজলরঙে শৈল্পিক নগ্নতা বানিজ্যিক তোমার। ৫০০৮. আরেকবার দ্রোহের মন্ত্রে উদ্দীপ্ত আমায় ফাঁসি দিলে দ্রোহের ভেতর একখন্ড জলের মেঘ কখনো তুমি দেখো নি। বরং আরেকবার যে দেখেছে আড়াল করে সব সমর্পন আমার চোখ তারে করে দিও দান। ৫০০৯. জোছনায়িকা নিয়নআলোর যোনীর ভেতর স্থির যৌনতা খুচরোপয়সায় সওদা মোড়ে মোড়ে জোছনা ঢুকে পড়ে প্রায় দোয়াতঘরে আর মৌনতার কাব্য লিখে আশ্চর্য কলম।

৫০১০. খুনরঙ কোন কবিতা নয় ধাতবহাত খুব চায় তোমার শোণিতে স্নান কোন কবিতা নয় আর শুধু লালচোখ! ৫০১১. বসন্তরন কোমল দাও আমার স্পর্শ অন্তরালে ডুবসাঁতার চুপ আমি দৃষ্টি দেব তোমায় স্পর্শ দাও কোমল তুমি ভালোবাসায় নীল হতে চাই অসাঁতারে হাওয়াজলে। ====================================== উৎসর্গ:তিন অদৃশ্য বন্ধু। মুমু । নিটোল। রিমু।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।