আমাদের কথা খুঁজে নিন

   

সময়ের হিসাব নিকাশ

গল্পের রাজত্বে বসবাস করছি আপাতত
কোন ঘটনার জন্যে কতটুকু সময় লাগে তার হিসাব-নিকাশটা এক নজর দেখে নেয়া যাক ঘটনা সময় [সেকেন্ডের হিসাবে] ১. পারমাণবিক বিস্ফোরণ .০০০ ০০০ ০০০ ০০০ ০০০ ০০১ সেকেন্ড [অটো সেকেন্ড] ২. বুলেটের গতি/বিস্ফোরণ .০০০ ০০১ সেকেন্ড [মাইক্রো সেকেন্ড] ৩. সাবানের বুদবুদের গতি/ মস্তিষ্কে স্নায়ুর অনুরনণ পাঠানো .০০১ সেকেন্ড [মিলি সেকেন্ড] ৪. মৌমাছির পাখার গতি .০৩ সেকেন্ড ৫. মানব হৃদস্পন্দের গতি ১ সেকেন্ড ৬. সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছানোর সময় ৪৯২ সেকেন্ড [৮.২ মিনিট] ৭. জোয়ার-ভাটার গড় সময় ২১, ৬০০ সেকেন্ড [প্রায় ৬ ঘন্টা] ৮. পৃথিবীর নিজ কক্ষে আবর্তন ৮৬,১৬৪.১ সেকেন্ড [২৩ ঘন্টা, ৫৬ মিনিট, ৪.১ সেকেন্ড= ১ দিন] ৯. সূর্যের কক্ষপথে পৃথিবীর আবর্তন ৩১,৪৭২,৩২৯ সেকেন্ড [৩৬৫ দিন ৬ ঘন্টা ১৩ মিনিট ৫৩ সেকেন্ড = ১ বৎসর] ১০. পৃথিবীতে অবস্থানরত প্রাচীন তম জীবিত বস্তু ১,৪৫,০০০,০০০,০০০
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।