আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষমাহীন অনুভূতি



তোমাকে লোকে বলে বারাঙ্গনা কেউ বলে সমাজের পাপ। আর তুমি বল-অবহেলা। । অবহেলাই তো! যখন তোমাদের সম্ভ্রমের উপর দাড়িয়ে ওড়াই স্বাধীনতার পতাকা, তখন তোমাদের তো নীচু বলেই মনে হয়। আমি স্বাধীনতা দেখি নি তবে তোমাদের কথা শুনেছি- বারাঙ্গনা।

। আজ আমি যখন স্বাধীনতার সুখ আস্বাদন করি, তুমি তখন অনুভব কর অবহেলা চরম অবহেলা। । আমাদের স্বাধীনতা যে তোমাদের সম্ভ্রমের কাছে ঋনী- আমরা বোধয় ভুলেই গেছি। আজ আমরা প্রায়শ্চিত্ব চাই।

আমাদের কখনোই ক্ষমা করো না দুই লক্ষ বারাঙ্গনা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।