আমাদের কথা খুঁজে নিন

   

একটা বোহেমিয়ান গান ......................

Everything in the world has an expirary date, even relationship.

আমি এক ভাঙ্গা বাড়ির, ভাঙ্গা ঘরের, ভাঙ্গা বারান্দা, আমি পথের মাঝে খুঁজে পাওয়া, টাকা আধ-খানা, আমি বিদ্যাসাগর, মাইকেলের-ই মস্তো বড়ো ভূল, আমি কিশোরির ঐ হারিয়ে যাওয়া মুক্তো-গাঁথা দূল, মুক্তো-গাঁথা দূল ................. দেখো বাবু নামের বড়ো খোকা করতে পারে ভূল, দেখো চেনে না কেউ মাঘ-বৈশাখ, চেনে মার্চ ও জুন, দেখো চারিদিকে কতো মানুষ, কতো ব্যস্ততা, খুলেছে কেউ নতুন হিসাব, আজকে হাল-খাতা, আজকে হাল-খাতা ............... যদি পথের রাজা-পাজেরো দেখে ঈর্ষা হয়, তবে জেনে রেখ দু-চাকার ঐ হিরো - কম যে নয়, যদি সুন্দরী আজ তোমায় দেখে মুচকি হাসি দেয়, তবে মেনে নিও ছলনাটা প্রেমের বাঁশি নয়, প্রেমের বাঁশি নয় ................... যারা মনের মাঝে লুকিয়ে রাখে গাঢ় অন্ধকার, যারা ভূলের পরে ভূল খুঁজে যায়, এই তোমার-আমার, যারা কোনদিনও জানে না যে, ছল-চাতুরি কি, বলো তাদের কি তুমি-আমি বন্ধু বলেছি, বন্ধু বলেছি ........................ আমি এই কালো পিচের, সোজা পথের, পুরোনো পথিক, তাই বলছি না আমার এই কথাগুলো ঠিক, আমি দেখি যা, শুনি যা, বলিও যে তা, আমার বন্ধু রবে - কড়া রোদ, উতলা হাওয়া ........... ডাউনলোড লিংক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.