আমাদের কথা খুঁজে নিন

   

তুমি আসবে কি ফিরে

আমার আধার ঘেরা জীবন এ যখন তুমি থাকো আমার পাশে তখন নিজেকে আর একা মনে হয় না । এভাবে থেকো সারা জীবন আমার পাশে ।
আজ যখন গল্পটা লিখছি চোখ দিয়ে অঝোর ধারায় পানি ঝরছে । আমার জীবন এর একটা কাহিনি বলবো । আমি ছোট বেলা থেকে আমার আমি কে খুব ভালোবাসতাম তাই হয়তো নিজেকে নিয়ে খুব গর্ব করতাম ।

ছোট বেলা থেকে একা থাকার চেষ্টা করতাম আর ভাবতাম বাবা মা কে কি ভাবে খুশি করা যায় । আমি বাবা মা কে খুব ভালবাসি । সব চেয়ে বেশি ভালবাসি মা কে কারন আমার জীবন টাকে গড়ে দিয়েছে আমার মা । আমি পড়ালেখা তত ভাল করতাম না আর আমার বাবা ও তাই আমাকে দিয়ে পড়াশোনা করানোর ভরসা পেত না । কিন্ত মা আমাকে পড়িয়েছেন আর আমার জীবন গড়ে দিয়েছেন ।

আমি আমার জিবন এ অনেক বন্ধু পেয়েছি যারা আমার জন্য অনেক কিছু করেছে । আমি আমার ছোট্ট জীবন এ সব চেয়ে বেশি ভালোবেসেছি ৩ জন মানুষ কে এক আমার বাবা দুই আমার মা আর তিন আমার সব চেয়ে কাছের মানুষ টিকে । তিন নাম্বার মানুষ টি আমার জীবন কে বদলে দিয়েছিল । আমরা একি ভার্চিটিতে পরতাম কিন্ত কেও কাউকে জানতাম না। হঠাৎ করেই Facebook এ আমাদের পরিচয় ।

তারপর রাতের পর রাত চ্যাটিং করতে থাকলাম। এভাবে দুজন দুজন কে জানতে শুরু করলাম । আমি সব সময় ওর চোখের দিকে তাকিয়ে থাকতাম কারন আমি নিজেকে ওর চোখের মাঝে খুজতাম । আমি আগে নিজেকে বুঝতে পারতাম না , নিজেকে সাজাতে পারতাম না , নিজেকে অন্ন্য কারো সাথে মিশাতে পারতাম না । যখন ওই মানুষ টি আমার জীবন এ এলো তখন আমার জীবন এর সব কিছু পরিবর্তন হতে শুরু করলো ।

নিজেকে বদলাতে শুরু করলাম জীবন এর নতুন এক পথ খুজে পেলাম । বলতে গেলে তাকে ঘিরে অনেক স্বপ্ন দেখতে থাকলাম । যার সাথে মনের সব কথা বলতে পারতাম । হঠাৎ করে আমরা এক জন আরেক জনের খুব কাছে চলে এলাম কিন্ত বুঝতে পারি নি সেটা কি ছিলো । আজ যখন বুঝতে পারছি তখন সে অনেক দূরে চলে গেছে তাকে অনুভব করি প্রতি মূ্হুর্তে ।

তাকে আজো বুঝাতে পারিনি তাকে কতটুকু ভালোবেসেফেলেছি । আজো প্রতি রাতে কাঁদি তার জন্য । তারি প্রতিক্ষায় আজো স্বপ্ন দেখি । যদি কখনো ফিরে আসো বাধা দেব না । ................................................ ।

গল্পের শেষ আমি নিজে ও জানি না তাই কিছু লিখতে পারলাম না । জানি না জীবন এর এই পথ পাড়ি দেব কি করে তোমাকে ফেলে ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।