আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা:: বৃষ্টির ফুলশয্যা

আজও নিজের মাঝে অসাধারণতার ছাপ খুঁজে বেড়াই কিন্তু প্রতিবারই নিজেকে খুব সাধারণরূপে আবিষ্কার করি। মন্দ কি...ভালই তো আছি।

প্রকৃতিজুড়ে লেগেছে যে বৃষ্টির শিহরন, টিনের চালে ভাসছে তাদের মিলন গুঞ্জন। মুখ লুকিয়ে তাই ভেজা লাজুক পাতারা, অবাধ্য বাতাসের দোলায় খুঁজছে শেষ আশ্রয়। এই দেখে হেসে কুটি কুটি ভাসমান মেঘের দল। চারিদিকে আলোকসজ্জাময় বিজলীর ঝিলিক, ঢাকের ছুটিতে বজ্রপাতের কর্কশ হিরিক। আগেভাগেই ঘুমিয়ে পড়েছে ক্লান্ত চাঁদ মামাটা। সেই তখনই বিদায় নিয়েছে নিমন্ত্রিত তারারা, এখন কেবলই রাত জাগবে তাহারা। ঘুমুতে যাবে সূর্যি মামা দিলে মহড়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.