আমাদের কথা খুঁজে নিন

   

বাসের কোন সিটাতে আপনি পছন্দ করবেন ?

এটা আমার জন্য একটা কমন বিষয় হয়ে দাড়িঁয়েছে যে আমি যে ভ্রমনের জন্য যে সিটটা চাচ্ছি তা আগেই বুক হয়ে গেছে। টিকিট বিক্রেতা আমাকে যেন চেষ্টা করেন আমাকে আমার সবথেকে অপছন্দের সিট টি দিতে। অনেক সময় দেখা যায় ৪/৫ কাউন্টার ঘুরে একই অবস্থা । মারাত্মক প্রয়োজনের সময় বাধ্য হয়ে পিছনের সিটেও বসতে হয়। আর পিছনের সিটে বসার যে উপকারিতা তা যারা বসেছেন তারই বুঝতে পারবেন।

আমার প্রিয় সিট হলো ডি২ । এখানে বসতে আমি কমফোর্ট বোধ করি। অনেকে একেবারে সামনে বসতে চান, দেখতে চান ছুটে যাওয়া দৃশ্য। অনেকে জানালা সামনে বসার জন্য ঝগড়া করতেও বাদ রাখেন না। যাত্রী যদি বমির রুগি হয় তাহলে ভিন্ন কথা।

আপনি কোথায় বসতে চাইবেন । নিশ্চয় ৫০০ টাকা খরচ করে পিছনে নয় যদি না আমার মতো বাধ্য হন।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।