আমাদের কথা খুঁজে নিন

   

বাঁচার খোরাক স্বপ্ন



আততায়ী অতীত গুলো বারবার এসে, ক্ষত করে দিয়ে যায় হৃদয় মাঝে । স্বপ্ন গুলো ক্ষতর মাঝে আঙ্গুল বুলায় , হৃদয় টাকে নতুন করে বাঁচতে শেখায় । দুরে কোথাও হারিয়ে যায় সুখ স্বপ্ন গুলি, আধার রাতে বেদনার ডাক শুনি । ভাবনার জল গড়িয়ে যায় উষ্ন পরস দিয়ে , ক্লান্তি গুলো হঠাৎ করে আসে আধার নিয়ে । হৃদয় মাঝে কষ্টরা সব সৃতির আয়োজনে, ঘুন পোকার মত কুড়ে কুড়ে খায় হৃদয় গহিনে । হৃদয় তবু লড়ে যায় অবিরাম,অক্লান্ত । ছুঁয়ে যাবে সে একদিন সুখ নদীর প্রান্ত ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।