আমাদের কথা খুঁজে নিন

   

নতুন করে বাঁচার বাসনা

বেঁচে থেকেও আমি মৃত; কিছু না লিখতে জেনেও কবি............

নগ্ন তোমার শক্ত চিবুকে আমার ভূলে থাকা অতীত; বর্তমান; ভবিষ্যত আমার আত্মাহুতি দেয়া প্রতিটি ভোর বাঁধনহারা প্রশান্তি ছুঁয়ে থাকা গভীর অন্ধকার অসহ্য বাঁধন আকড়ে ধরে বারবার প্রহসেনর জীবন ছেড়ে ফিরে আসে নির্দয় হয়ে; আবার হারায় আরেক নতুনের খোঁজে। শক্ত তোমার আত্মার কাছে আমার মৃত মানবীর কলঙ্কীত অতীতের দাহ পুঁড়িয়ে ফেলে আবার জন্ম দেয় নতুন করে; অবহেলায় রনভঙ্গের স্বপ্ন রাগে ক্ষোভে বিভৎস মানবীর বুকে ছোঁ মারে বারবার মনে করিয়ে দেয় ভূলে যাওয়া নষ্ট অতীত। স্বপ্ন তোমার রঙ্গিন জীবন ভাবিয়ে মারে দিনভর ঘুমহীন ক্লান্ত চোখে ঘুম ধরায় টেনে তোলে দূর্বাঘাসের নরম বিছানা আবার নিঃশব্দে ঘুম পাড়ায় ওষ্ঠাগত বুক আলোকরশ্মি ছড়িয়ে পড়ে বহুদুর; দুরাত্মার কাছে সব ভূলে আবার নতুন করে বাঁচার বাসনা আজীবনের তরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.