আমাদের কথা খুঁজে নিন

   

ঈশপের গল্প বলছে আততায়ী

শব্দশিখা জ্বলে...

আবদুর রব জীবনের প্রতিটি অধ্যায়ে খুন হতে হতে দেখি: ঈশপের গল্প বলছে আততায়ী; তার গল্প থেকে মৃত্যুবর্তী সময়টুকুতে জীবন, যন্ত্রণা আর সকল প্রার্থনা একাকার! অভিজ্ঞান পূর্ণ হয় অন্তিম মুহূর্তে; প্রতিটি সংকট বিন্দু কিছুটা সময় নেয় ব্যূহ রচনায়... আর আমি উল্টে চিৎ হয়ে পড়ে থাকি কচ্ছপ প্রতিম! ঘড়ি বন্ধু, আবার শত্রুও মাঝে মাঝে কাঁটা বন্ধ করে সময়কে ছেড়ে দেয় অসময়ের হাতে; ইতিমধ্যে আমরাও কতো ক্ষুদ্র ও মহৎ স্বপ্ন দেখি! এইভাবে একাধিক মৃত্যু অতিক্রম করে দেখি: কচ্ছপের মতো উঠে হেঁটে যাচ্ছে- উল্টে পড়ে থাকা ইতিহাস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।