আমাদের কথা খুঁজে নিন

   

ঈশপের ছড়িতা

পরিবর্তনের জন্য লেখালেখি

কথা মতো দিলাম মুছে কথা কাঁটার সজারু প্রথম দিকে ছিলো ব্যাপার নিছক খেলা মজারু মামু হলে ন মনক্ষুন্ন একটু বেশিই আহত কিন্তু আমার স্বভাব তো নয় খুঁচিয়ে বানাবো ক্ষত ছড়া কই আর , আজব ব্যাপার, সবটাই হয় কাঁদার জল কাহাতক আর বসে বসে দেখবো এসব মনোবিকল কাব্য কথার নেই ভাবনা, ব্যক্তি ছাড়া রুচি নেই আমার মত বোধ হয়নি, লেখাতেও তাই সুচি নেই ফটকা , মামু , দুই নাবালক লিখতে থাকুক বাগিয়ে শিং বোধ, বুদ্ধি, বিবেকবিহীন ছন্দ লড়াই খুব বোরিং কবির লড়াই কি জিনিস তা মোটেই যখন নেই জানা কষ্ট করে নষ্ট করে সময় আমার লিখবো না ঠিক হ্যায় মামু, চালিয়েই যাও, কলম তোমার ঝরাক মল ভেবেছিলাম তুমিও কবি , এখন দেখি "....................."

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।