আমাদের কথা খুঁজে নিন

   

গল্পটা থেমে গেল



যুদ্ধ,সংঘাত, বিজয় নিয়ে আমাদের ৭১এর বিজয়ের গল্প শুনতাম তাঁর কাছে । জীবন্ত ঘটনার প্রানবন্ত উপস্থাপনায় আমিও যেন চলে যেতাম ৭১ এর উত্তাল রণক্ষেত্রে। যতবারই যুদ্ধের কাহিনী শুননতাম, ততবারই আমি যেন এক সাহাসী যোদ্ধা। মুজিব - জিয়া নিয়ে তাকে কোন যুক্তি খন্ডাতে দেখিনি। দেখিনি কে ছোট কে বড় তা পাল্লায় মাপতে।

দেখেছি দুজনকে আলাদা মহিমায় মহিমান্বিত করতে। তাঁর মনে কষ্টও ছিল যুদ্ধকে নিয়ে। স্বাধীন দেশে দলাদলির যুদ্ধ দেখে আবারো যুদ্ধে যাবার জন্য আনমনে ফুসে উঠতেন। এ সকল কিছু আগের কথা। বর্তমান হচ্ছে।

তিনি আমাদের মাঝে নেই। চলে গেছেন না ফেরার ঠিকানায়। সালাম - বীর প্রতিক মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন। দেশের জন্য যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন বটে। কিন্তু জীবন যুদ্ধে তাঁকে দেখেছি সড়ক দুর্ঘটনার সাথে যুদ্ধ করতে।

বছর চারেক আগে চট্টগ্রামের ওয়াসা মোড় এ রাইড়ার উঠে গেল তাঁর পায়ে। কেড়ে নিল ১টি পা। বছর দেড়েক পরে পা ভাল হলেই পতিত হল আবারো সড়ক দুর্ঘনায়। শেষতক গতকাল বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড থানাধীন ফুলতলী নামক স্থানে তাঁকে বহন করা সি এন জিকে ঘাতক ট্রাক আঘাত করলে ঘটনাস্থলেই হেরে যায় দেশের জন্য যুদ্ধে জয়ী এক বীরপ্রতিক মুক্তিযোদ্ধা। এ ব্লগ যখন লিখছি তখনও চট্টগ্রাম মেডিকেল কলেজ এর মর্গে অন্য সাধারনের ন্যায় পড়ে আছে বীর প্রতিক মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন।

যেখানে প্রতিটি পত্রিকায় মেডিকেল রিপোর্ট এর সুত্র ধরে লাশ ঘরের খবর ছাপা হয়, সেখানের সুত্রেও আসেনি এ লাশের পরিচয় কিংবা সংবাদ। জানিনা এ লাশ রাষ্ট্রীয় মর্যদা পাবে কিনা, কিংবা মুক্তিযোদ্ধাদের নিয়ে রাজনীতির খেলায় বীর প্রতিক মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন এর ঘাতকের শাস্তি হবে কিনা। কিছুই জানিনা। জানতেও চাইনা। বীর প্রতিক মুক্তিযোদ্ধা আশরাফ - তুমি দেশের জন্য যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছো বটে।

জীবন যুদ্ধে পরাজিত হতে হতে তুমি চলেই গেলে। কিইবা আসে যায় - তোমার কবরে ফুল দিলে, কিংবা বিউগল এর সানাইয়ে তোমাকে সমাহিত করলে? তবে এটাতো জানলাম, তুমি আমাদের স্বাধীন একটা দেশ দিয়েছে। আর আমরা তোমাকে..........? তোমার পরিবারের প্রতি সমবেদনা। কিছুক্ষন আগে শুনলাম- আজ বিকেলে বাদ আসর চট্টগ্রামের হালিশহর হা/এ (বি ডি আর) মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হতে পারে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।