আমাদের কথা খুঁজে নিন

   

গল্পটা আর একবার

বন্ধুর খোঁজে

এক পরিবারের বড় ছেলেকে বিয়ে দিয়ে বউ ঘরে আনা হয়েছে । নতুন বউ এর একটা গুন আছে, সে সব সময় টুস টুস পাদ দিয়েই যায় বেশ কয়েক বছর সংসার করার পর লোকটা বললো, তোমায় নিয়ে আর সংসার করা যায় না, কোথাও মুখ দেখানোর উপায় নাই, তোমার পাছার উপর দিয়ে যেন রেলগাড়ী চলে টুস টুস পাদো তুমি সারাক্ষন.............. কিছুদিন নিঃসঙ্গ কাটিয়ে সে আবার নতুন বিয়ে করলো এই বউটিরও একটা বিশেষ গুন আছে, ধরা পরলো এক বছর পার করে । সে বছরে একটি মাত্র পাদ দেয় আর তার আয়োজনও বিশাল । বাড়ীর শীমারেখার ভিতর 10 নম্বর মহাবিপদ সংকেত যারি হলো, সবাই ( বাড়ীর মানুষ ) যার যার জান-মাল নিজ দায়িত্বে নিয়ে নিরপদ অবস্থানে আশ্রয় নিল । বাড়ীর বুড়া-বুড়ী আশ্রয় নিল তাদের ষ্টোররুমে এক মাটির জ্বালা ( কেউ কেউ মটকা আবার কোলা বলে ) এর ভিতর । বউ মেয়েটি বুদ্ধিমতী তাই ক্ষতির পরিমান কমানোর জন্য উচা-নিচা দেখে সে পাটির ঐ জ্বালাটিকেই বেছে নিল বার্ষোরিক কাজ ঘটানোর জন্য । অবশেষে বিপদ আশংকা কেটে গেল একে একে সবাই ফিরে এলো কিন্তু বাড়ীর বুড়া-বুড়ী ফিরে এলো না। অনুসন্ধান করে তাদের মৃত দেহ আবিস্কৃত হলো । আর তখনি ছেলের আত্তবিলাপ শুরু হলো টুস টুস পাদনী ছিল মোর ভালো বছর পাদনী এসে আমার বাপ-মা হাড়ালো .....................................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।