আমাদের কথা খুঁজে নিন

   

হাবি জাবি চিন্তা ধারা মাথায় সব গোবর ভরা

http://www.facebook.com/samimsikder

সময়ের সাথে বদলায় জীবন যাত্রা,সব কিছুইতো কিনে খেতে হয় কিন্তু কখনো ভাবিনি পানি কিনে খেতে হবে,এই পানি এখন বোতলে ভরে দশটাকা বিশটাকা দিয়ে কিনে খেতে হয়,১০/১৫ বছর আগেও কেউ কি ভেবেছে এই পানি কিনে খেতে হবে ?? ভবিশ্যতে আরও কত কি!!! এখন মোবইল কোম্পানি গুলো কথা বিক্রি করে বাতাস বিক্রি করে টাকা আয় করছে.বড় বড় কোম্পানি গুলো আমাদের মাথা বিক্রি করে আয় করে ...খুব অল্প দামে আমার মাথাটা বিক্রি করে দিলাম বুঝতেই পারলাম না ...হয়তো এটাই হতে পারতো আইনাস্টাইনের মাথা ভুল করে আমার মাথায় ফিট হয়ে গেছে অথবা পরিচর্যার অভাবে গোবর ভরে গেছে ,তারপরও একটা কথা আছে মাঝে মধ্যে গোবরেও পদ্ম ফুল ফুটে ,সেই ফূলটা আমার মাথায় ফুটলো না কেন ??????? অন্য মানুষের মাথায় ফুটে পদ্ম আমার মাথায় দাগ পড়ে ফাটা (মাইর খাইয়া ) হায়রে কপাল তাও আবার সাইজে একটু বড় ,শুনে ছিলাম কপাল বড় হলে পকেট বড় ,আফসোস পকেট বড় ঠিই আছে ,সেই পকেটে শুধু হাতটা ঢুকিয়ে রাস্তায় হাটা যায়.আর কিছু রাখা যায় না ,ভুল কথা রাখা যায় না কথাটা ঠিক না ,রাখতে পারি না এইটাই আসল কথা .....ছোট থাকতে এত কিছু ভাবি নাই....সবাই সাইড কাটলো ...আমিও নিজেকে সাইড কাটতে চাইলাম, পারলামনা, সাইড আমার সাথে সাথেই থাকে তারে সাইড কাটবো কিভাবে..যদি কেউ সাইজ করে দেয় তয় একটু.....প্রতি সপ্তাহে একটা করে ইন্টারভিউ দেই পাশ করি না. নেতা খেতাদের হোমরা চোমরা পাশ করে আমি করিনা ,শেষমেশ বাসার ছোটদের কাছে নাম ফুটে গেল চাচু তুমি প্রতিদিন পড়া লেখা কর কিন্তু পাশ করনা কেন??সেই প্রশ্নের জবাব আমিও দিতে পারিনা.কেন পাশ করিনা(এই পাশ সেই পাশ না.....


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।