আমাদের কথা খুঁজে নিন

   

হাবি + জাবি = (মেজাজ খারাপ হইবার সমূহ সম্ভাবনা)

অদ্ভুত সব স্বপ্ন....আজগুবি সব খেয়াল....বড় হওয়ার বাকি...নাকি আমি এমনি ....পুসকি

শব্দগুলো মিল সাগরে ডুবতে ডুবতে ভাসতে ভাসতে যায় বহুদূর................ সুদূর ছন্দে পাই না সুর। । স্তব্ধ কলম ব্ন্দী ফোটায় ভাবনাগুলো থমকে দাঁড়ায় এলোমেলো জট পাকানো কল্পনা সব..... গোলোকধাঁধায় ক্লান্ত হয়ে চুপ। । মিল অমিলের ছকে বাধা দ্বন্দ ভরা শব্দগুলো থমকে থাকে..... ভাবনারা আর পায় না ভাষা, শেষে ক্লান্ত দু চোখ বুঁজে দিয়ে আরেকটি কবিতার, অপমৃত্যু। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।