আমাদের কথা খুঁজে নিন

   

গোলাম কিবরিয়া পিনু’র কবিতা



গোলাম কিবরিয়া পিনু’র কবিতা সেই যাকে তুমি তুলে আনো সেই যদি আগুনের ভেতরে টানতে থাকে তাকে যাবে আটকানো? ত্রিসীমানা পার হও ত্রিসীমানা কার জন্য কোন্ থানা ? কারা যেন খুটে খুটে খায় দানা কে বানাইল আজব কারখানা ! পাঁতিজাল স্রোতহীন জলে পাতি পাঁতিজাল কৈ-খলিসা ধরি ! দিন দিন হচ্ছে কী হাল ? জলের কিনারে শুধু নড়ি ! জিলিপির পাকে পড়ে ঘুরিয়া ঘুরিয়া কোন্ পড়া পড়ি ? কার পাকস্থলীতে গিয়ে মরি ! আহ্বান বেদনাটা ছিল বেদনা এখন নাই সুখের কৈ-মাছ ভেতরে দিচ্ছে ঘাই ! সব হিসেব কি বুঝে নিতে হয় পাই পাই ? বসন্তের দোলানো আহ্বানে দুয়ার খুলে যাই মজে যাই কোন্ মাতাল ফুলের ঘ্রাণে ? সীবন ফুটপাতের জীবন হে ফুটপাতের জীবন ঁছড়াফাড়া জীবন হে ঁছড়াফাড়া জীবন কোন্কালে হবে তার সীবন ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.