আমাদের কথা খুঁজে নিন

   

গলির মোড়ে খাম্বা,খাম্বায় বাড়িভাড়া সাবলেট,পড়াইতে চাই,বটিকা লিপিডিশ, ঘটক ও কাজি অফিস ইত্যাদি



এক অজ্ঞাতনামা চাইনিজ কবির কবিতা আমার ভালো লেগে যায় মনে ধরে যায় "চা দে, দুধচিনি বাড়ায়ে দিস..." বলেই টি-স্টলে দাঁড়ানো কবি যেদিকে তাকায় সেদিকেই প্রেমিকার বাড়ি বাড়ির ছাদে নাইলনের টান টান দড়ি কবি সেই টান টান দড়ির দিকেই নেত্র মেলে থাকে... কবির বিবৃতি: দড়িতে চুলের ফিতা শুকোনো দেখে আমার মনে ভার্মিলিয়ন ভাব জমে খুব, খুব দড়িতে যখন দেখি, উনার ওড়না-কামিজ রোদে পুড়ে যাচ্ছে সেই পোড়নে তখন আমার ভালোবাসা ফাল দে ওঠে, ডিগবাজি খায় আর যখন দড়িতে দোলে তোমার ভেজা পায়জামা/ সায়া তক্ষুণি মনে হয়, পায়জামা/ সায়া শুকিয়ে ওঠার আগেই তোমাকে আমি বিয়ে করে ফেলি দেরি করলে ফেরি মিস হবে... ৭ মার্চ, ২০১০, ঢাকা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.