আমাদের কথা খুঁজে নিন

   

গলির বাতাসে নেমে আসা স্বেদসিক্ত রমণী শুধালো সহচরাকে, মাথার উপর ছাদ! তোমাগো তো সংসার টিকবো না।



হাতপাখা ইষৎ ঘুরাতে ঘুরাতে, স্বেদসিক্ত রমণী আরো একটু গরম হয়ে উঠলো বললো লোডশেডিং এর যন্ত্রণায় পাগল হয়ে যাব, তারপর ইলেকট্রিক পুলের গায়ে ঠেস দিয়ে একপায়ে দাড়িয়ে থাকবো। সহচরার চোখের কোনে দুষ্টুমির ছায়া। ধীরে ধীরে সেই চঞ্চল ছায়া পাপড়ীর আলতো চাপে মণির কালো বিন্দুতে মিলিয়ে গেল। দরদালানের অরণ্যে আমি এক ক্লান্ত চিতা। সারারাত চিতাবাঘিনির হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে থাকি।

এই অরণ্যে গাছেরা হাওয়ায় দুলে ওঠেনা। দিনশেষের সন্ধ্যেটা কাটাতে গুহার বাইরে ফুলের পাপড়ির মতো আমাদের বারান্দাটায় এসে বসি আমি। গোসল সেরে নিতে পারলে সন্ধ্যার গন্ধটাও পাওয়া যেত। তার কোন উপায় নেই। ওয়াসার চীফ ইঞ্জিনিয়ারের সাথে এই এলাকার কারো আত্নীয়তা নেই।

থাকলেও বিশেষ কোন সুবিধা হোত কিনা...এ নিশ্চয়তাও নেই। তবে স্বেদসিক্ত রমণীর সহচরাটির উদ্বিগ্নতা কিছুটা কমতো এ ব্যাপারে একটা নিশ্চয়তা পাবার উপায় অন্ত:ত রয়ে যেত। সন্ধ্যে হলেই এই এলাকাটাতে লোড শেডিং এর উৎপাত শুরু হয়। সারাদিন বাসায় সুগন্ধ ছড়ানো রমণীরা তখন বাইরের গলিটাতে এসে দাড়ায়। একে অপরের সাথে গরম নিয়ে আলাপ জুড়ে দেবার ফুরসৎ পায়।

আবহাওয়ার গরম হয়ে উঠার গল্প একসময় শরীরের গরমে যেয়ে চরমে উঠে। শুরু হয় হালকা খুনসুটি। গায়ে ঢলে পড়ার হাওয়া আসে গলির কোনে। একসময় মোবাইলের রঙিন আলোতে ঝলমল করে উঠে গলিটা। স্বেদসিক্ত রমণীর সহচরাটি চারতলা ফ্লাটের সর্বশেষ ফ্লোরটিতে থাকেন।

তাকে কিছুটা অস্থির দেখাচ্ছে। মোবাইলে কার সাথে যেন যোগাযোগের চেষ্টা চালাচ্ছেন। আর স্বে বেড়িয়ে এসে আটকে থাকা.....(অসমাপ্ত)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.