আমাদের কথা খুঁজে নিন

   

কথার বাঁশি-১৬

আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে।

একটা ছোট্ট গাছ যখন রোপণ করা হয়, বেড়ে ওঠার জন্য সহায়ক হিসেবে তার সাথে একটা লাঠি জুড়ে দেয়া হয়, যাতে ঝড় বা তীব্র বাতাসে সে কাউকে আঁকড়ে ধরে বাঁচতে পারে। বড় হবার সাথে সাথেই লাঠিটার প্রয়োজন ফুরিয়ে যায়। গাছ নিজেই নিজের দেখভাল করতে পারে। মানুষের বেলায় যেন ব্যাপারটা ঠিক এমন নয়। ছোট থেকে বড়, জীবনের সব ক্ষেত্রেই তার কারও না কারও সাহায্যের প্রয়োজন হয়। আমি প্রায়ই গাছ হতে চেষ্টা করি। মনে মনে ভাবি, আগামীকাল থেকে কারও সাহায্য নেব না আর। কিন্তু পারি না। এক একটা ঝড়ো হাওয়া এসে আমাকে বুঝিয়ে দেয়, আমি মানুষ, অবলম্বন ছাড়া আমি বাঁচতে পারি না!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।