আমাদের কথা খুঁজে নিন

   

অগ্নিঝরা অভিষাপ



সেদিন হঠাৎ ঘুমের ভেতর তিনি এসে বললেন,“ কি খবর? এতো ঘুম! এতোই ঘুম কাতর ? তবে ঘুমাও। কিছু হবেনা তোর।” তারপর আকাশের দিকে দৃষ্টি কিছুক্ষণ পর ঝড়; রক্ত বৃষ্টি মানচিত্র রক্তে ভিজে একাকার সব রং বদলে যায় পতাকার। তাঁর চোয়াল আরো কঠিন হয়... অগ্নি চোখে অপলক চেয়ে রয়, ভস্ম হয়ে যায় গোলামের স্বপ্ন ঘুম দেয় ছুট ছেড়ে সব লগ্ন। তিনি বীর কণ্ঠে করেন হুংকার -এই দেশ রক্তে কেনা; রাজাকার, কিংবা স্বৈরাচার রাঙ্গায় সে রক্তে দেশদ্রোহী বুট, চাটে কিছু ভক্তে.. ধিক তোরে ধিক তুই জাতিস্বর তাদের সহিত আতাত যাদের সেই ঘরে যদি তুমি বাঁধো ঘর উই পোকা কুড়ে খাবে তোমাদের। তারপর তিনি ক্রোধে মুঠো হাতে অভিষাপ ছিটিয়ে দেন মাথাতে। প্রস্থানের ক্ষণে তাকান আবার বজ্রকণ্ঠে উচ্চারিত হয় মন্ত্র রন্ধে চিরজীবি হোক মুক্তিতন্ত্র স্বমূলে নিপাত যাক রাজাকার। মন্ত্র মুগ্ধের মতো শপথ নেই রাজাকার তোর মুখে থুথু দেই।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।