আমাদের কথা খুঁজে নিন

   

অগ্নিঝরা মার্চ ১৯৭১



বাংলাদেশের প্রত্যেকটি আন্দোলনের সাথে জড়িয়ে আছে ঢাকা। বাংলাদেশের প্রত্যেকটি বিজয়ের সাথে মিশে আছে ঢাকা। স্বাধীনতা সংগ্রাম আর অগ্নিঝরা মার্চ তার ব্যতিক্রম নয়। ১৯৭০ সালে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ জাতীয় পরিষদের ১৬৯টি আসনের মধ্যে ১৬৭টি আসন লাভ করে।

কিন্তু পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে সরকার গঠনের আমন্ত্রণ না জানিয়ে জাতীয় পরিষদের অধিবেশন আহবান করেও হঠাৎ স্থগিত করে দেয়। বাংলার আপামর জনসাধারণ এর প্রতিবাদে রাজপথে নেমে পড়ে। গঠিত হয় স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ। এ সংগ্রাম পরিষদের নেতৃত্ব দেন তৎকালীন প্রখ্যাত ছাত্রনেতা ও চার খলিফাখ্যাত আ স ম আব্দুর রব, শাহজাহান সিরাজ, আব্দুল কুদ্দুস মাখন ও নূরে আলম সিদ্দিকী। সংগ্রাম পরিষদের নেতা আব্দুর রব ২ মার্চ ঢাকায় পাকিস্তানের পতাকার পরিবর্তে মানচিত্র খচিত বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।

৭১'র প্রতিবাদ প্রতিরোধর উত্তাল দিন গুলোর ২ মার্চের এই দিনে রাজধানীতে উড়েছিল গাঢ় সবুজের বুকে লাল বৃত্তের আঙিনায় বাংলাদেশের মানচিত্র খচিত স্বাধীন বাংলার পাতাকা ( শিবনারায়ন দাশ বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম ডিজাইনার। তিনি একজন স্বভাব আঁকিয়ে ছাত্রনেতা ছিলেন। ১৯৭০ সালের ৬ জুন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের ৪০১ নং (উত্তর) কক্ষে রাত এগারটার পর পুরো পতাকার ডিজাইন সম্পন্ন করেন। এ পতাকাই পরবর্তীতে ১৯৭১ এর ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় উত্তোলিত হয় )। একাত্তরের এই দিনেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম অসহযোগ আন্দোলনের ঘোষনা দিয়েছিলেন ।

রেসকোর্স ময়দানে ৭ই মার্চের ঐতিহাসিক জনসভার ঘোষনা ও দেওয়া হয়েছিল এই দিনে । সামরিক শাষক ইয়াহিয়া খান ১ মার্চ পুর্ব নির্ধারিত জাতিয় পরিষদের অধিবেশন স্হগিত করলে আওয়ামী লীগ এই দিনে সারাদেশে হরতালের ডাক দেয় । পাকিস্তানি সামরিক জান্তার পেটোয়া বাহিনীর রক্ত চক্ষু উপেক্ষা করে স্বাধীনতার পক্ষে মুহুমুহু শ্লোগানে ফেটে পড়ে লাখো জনতা । পুলিশের গুলিতে প্রাণ হারান বাংলা মায়ের দুই দামাল সন্তান । এরাই আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রথম শহীদ ।

সকাল ১১টায় হরতালের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র সমাবেশের ডাক দেয় ছাত্রসমাজ । বিশাল এই সমাবেশে তৎকালীন ছাত্রলীগ নেতা ও ডাকসুর ভিপি আ স ম আবদুর রব প্রথম স্বাধীন বাংলার পাতাকা উত্তোলন করেন যা বাঙ্গালীর স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের এক মাইলফলক হয়ে আছে ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।