আমাদের কথা খুঁজে নিন

   

অগ্নিঝরা মার্চে চলে গেলেন ভাষাসৈনিক সাঈদ উদ্দিন

অগ্নিঝরা মার্চের শুরুতেই চিরদিনের জন্য বিদায় নিলেন ভাষাসৈনিক সাঈদ উদ্দিন আহমেদ। আজ শনিবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ)-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না...রাজেউন)।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।

আইসিইউ-এর ইনচার্জ ডা. জামিল রহমান জানান, সাঈদ উদ্দীন আহমেদ ডায়াবেটিসসহ কয়েকটি জটিল রোগে আক্রান্ত ছিলেন। রাত ৩টার দিকে শারীরিক অবস্থার অবনতি ঘটলে ভোরের দিকে তিনি মৃত্যুবরণ করেন।

সাঈদ উদ্দিন আহমেদের ছেলে অ্যাডভোকেট রবি উদ্দিন আহমেদ বলেন, ২৩ ফেব্রুয়ারি রবিবার বাবাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে পরের দিন সোমবার (আইসিইউ)-তে নেওয়া হয়। বর্তমানে মৃতদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।