আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তরাষ্ট্র সেনাবাহিনীতে ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে

রনাঙ্গনে শত্রুর হামলায় যত সৈন্য নিহত হচ্ছেন তার চেয়ে বেশী মহিলা সৈনিক যৌন হামলার শিকার হচ্ছেন আমেরিকান সেনা ছাউনিগুলোতে। আমেরিকান সৈন্য কর্তৃক মহিলা সৈনিকদের যৌন হামলার শিকার হবার উদ্বেগজনক ঘটনা ক্রমাগতভাবে বাড়ছে। একদিকে হামলাকারীর বিরুদ্ধে কঠোর শাস্তির পদক্ষেপ গ্রহণ এবং একইসাথে হামলার ঘটনা বেড়ে চলায় পেন্টাগণের টেনশন প্রকট হয়ে উঠেছে।

২০১০ সালে আমেরিকার বিভিন্ন ক্যান্টনমেন্ট এবং রণাঙ্গনের ছাউনিতে ১৯ হাজার মহিলা সৈন্য যৌন লালসার শিকার হন স্বদেশী সৈন্য কর্তৃক। এর মধ্যে মাত্র ৩১৫৮ জন প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠিত যৌন হামলা প্রতিরোধ ও বিচার বিভাগে অভিযোগ দায়ের করেন।

অন্যরা আনুষ্ঠানিকভাবে অভিযোগ করতে আগ্রহী হননি, কারণ তারা হামলার শিকার হন তাদেরই উর্দ্ধতন অফিসার অথবা অধিনায়ক কর্তৃক। এসব ভিকটিমের আশংকা যে, বিচার তো পাবেনই না, উপরন্তু সহকর্মীদের বিরুপ দৃষ্টির মুখে পড়বেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১১ সালে পেন্টাগণ এবং প্রতিরক্ষা সচিব রবার্ট গেটস এবং সাবেক সচিব ডোনাল্ড রামসফিল্ডের বিরুদ্ধে ১৭ জন অফিসার মামলা করেছিলেন। তারা অভিযোগ করেন যে, যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর যৌন হামলার ঘটনা কিংবা ধর্ষণের বিষয়গুলো যাতে প্রকাশ না হয় সে ধরনের একটি সংস্কৃতি তৈরী করা হয়েছে। এমনকি ধর্ষক অথবা হামলাকারীরা যাতে শাস্তি না পায় সে ব্যবস্থাও খোলা রাখা হয়েছে।

যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তার অধীনে কাজ করতেও বাধ্য করা হয় অভিযোগকারীনীকে। আরো অভিযোগ করা হয় যে, সেনা ইউনিটের কমান্ডারদের ব্যাপক প্রভাব রয়েছে উর্দ্ধতন কর্মকর্তাগণের ওপর। এ জন্যে প্রতি ৫টি অভিযোগের ৪টিরও সুবিচার পাওয়া যাচ্ছে না।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি বছর দুই সেনা অফিসারকে শাস্তি দেয়া হয়েছে কোর্ট মার্শাল কর্তৃক। আরো কয়েকটি অভিযোগের তদন্ত চলছে।

নানাবিধ কারণে ক্যান্টনমেন্ট এবং রনাঙ্গন অথবা অন্য সেনা ছাউনিতে সহকর্মী/অর্ধস্তনদের ওপর যৌন হামলা রোধে পেন্টাগন এখন কঠোর পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.