আমাদের কথা খুঁজে নিন

   

আমি একজন মানুষ কখনো বাদী কখনো বিবাদী।আমার একটি নিজস্ব আদালত আছে তা হলো বিবেক।

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....

কাঁদছো কেন সুন্দরী। তুমি আজ যা অনুভব করছো তা আমি ১৯/২০ বছর আগে অনুভব করেছি। বাচ্চাদের জন্যে কাঁদছো ওরা খুবই স্বাভাবিক ঐ দেখো খেলছে। পুরো স্বাভাবিক ,শুধু সুন্দরী তুমি অস্বাভাবিক। দেখোতো অবচেতন মনের অন্ধকার কুঠরিতে , একটা ছাপ ছাপ আলোয় আমি দৃশ্যমান কিনা।

মনে করতে পারছো না তো। মেয়েরা এমনিতেই বোকা হয়। তুমি , কি গো সুখী হতে পেরেছো সুন্দরী। দুঃখ এবং সুখকে গুলিয়ে ফেলেছো তো। তুমি কি বন্দি নও ? মুক্ত হতে ইচ্ছে করে না ? আমি মুক্ত মনের মানুষ ছিলাম এখনো মুক্ত ///// এখনো ভালোবাসি ।

আগের মতোই ভালোবাসতে ইচ্ছে করে। তোমার কাছে ভালোবাসার চিঠি লিখতে খুব ভালো লাগছে। মজা করে লিখছি। যদিও উত্তর নাই , ডাকপিওন ও নাই। ই-মেইল কে খোলে জানি না।

মা , মেয়ে না শালা খোলে জানি না। আদালত বসাবো না । তুমি নারী , তুমি কষ্ট দিলেও বারবার তোমাকে ক্ষমা করে দেব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.