আমাদের কথা খুঁজে নিন

   

পার্বত্য শান্তিচুক্তির ১২ বছর পূর্তি আজ.......

বৃষ্টি যেরকম আসতে আসতে ফিরে যায়..তেমনি বৃষ্টির মতো আমিও ফিরেছি বহুবার...

পার্বত্য শান্তি চুক্তির ১২তম বর্ষপূর্তি আজ। এই উপলক্ষ্যে আজ পার্বত্য তিন জেলায় নানান কর্মসূচী পালন করছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি,আওয়ামী লীগ,পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন,পার্বত্য জেলা পরিষদসমূহ এবং জেলা প্রশাসন। .................তবে চুক্তি প্রত্যাখ্যানকারী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) কোন কর্মসূচী পালন করছেনা এই বছর। তবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ভিন্ন মতাবলম্বী একটি অংশ খাগড়াছড়ি সরকারী কলেজ মাঠে সমাবেশ করছে। এখানে নেতৃত্ব দিচ্ছেন রূপায়ন দেওয়ান,সুধাসিন্ধু খীসা এবং তাতিন্দ্রলাল চাকমা পেলে।

আর রাঙামাটিতে জিমনেসিয়াম চত্বরে অনুষ্ঠিত মূল জেএসএস এর প্রোগ্রামে থাকবেন সন্তু লারমা,রাশেদ খান মেনন,হাসানুল হক ইনু,মজ্ঞুরুল আহসান খান। .....................রাঙামাটি জেলা প্রশাসন,পার্বত্য জেলা পরিষদ,আওয়ামী লীগ এবং সমঅধিকারের কর্মসূচী পালিত হবে যথাক্রমে পৌর চত্বর,জেলা প্রশাসক সম্মেলন কক্ষ,সমঅধিকার জেলা কার্যালয়ে। .......... ...........১ ডিসেম্বর রাঙামাটিতে এক সাংবাদিক সম্মেলন সন্তু লারমা পার্বত্য চুক্তি বাস্তবায়নে গত এগারো মাসে আওয়ামী লীগ সরকারের কার্যক্রমে উৎসাহব্যজ্ঞক ও আশাব্যজ্ঞক কিছু দেখেননি বলে জানিয়েছেন। তিনি চুক্তির অবাস্তবায়িত ধারা সমূহ অবিলম্বে বাস্তবায়ণ করার জন্য সরকারের কাছে কর্মপরিকল্পনা বা রোডম্যাপ ঘোষনার দাবী জানিয়েছেন। .............অপরদিকে ইউপিডিএফ বলছে,,,,,,,,,তারা এই চুক্তর বিরোধী নয়,তারাও এই চুক্তির বাস্তবাযন চায়।

তবে এই চুক্তিকে আপোষচুক্তি আখ্যা দিয়ে তারা বলেছে,এই চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে শান্তি এবং স্থিতিশীলতা আসেনি। তারা মনে করে পূর্ণ স্বায়ত্তশাসন ছাড়া পার্বত্য চট্টগ্রাম সমস্যার স্থায়ী সমাদান হবেনা। .....................পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন এই চুক্তির একাধিক ধারাকে সংবিধান বিরোধী উল্লেখ করে বলেছে,সংবিধানের সাথে সাংঘর্ষিক ধারাগুলো সংশোধন করে তারপরই পার্বত্য চুক্তি বাস্তবায়নের পদক্ষেপ নিতে হবে। তারা বলছে,এই চুক্তির ফলে বাঙালীসহ ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্বাগুলো বঞ্চিত হয়েছে। .....................নানামত আর পথের চিন্তা ভাবনায় আর চিন্তার মেরুকরণে পাহাড়ে আজ উদযাপিত হবে শান্তিচুক্তির ১২ তম বর্ষপূর্তি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.