আমাদের কথা খুঁজে নিন

   

তিন পার্বত্য জেলায় অবরোধ বৃহস্পতিবার

মন্ত্রিপরিষদে গৃহীত ‘পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন’-এর সংশোধনী প্রস্তাব বাতিলের দাবিতে এ কর্মসুচি দেয়া হয়। 
মজিদ মঙ্গলবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল এ ঘোষণা দেন। 
সংবাদ সম্মেলনে আব্দুল মজিদ বলেন, সোমবার মন্ত্রিপরিষদে গৃহীত সংশোধনী প্রস্তাবের ফলে পার্বত্য এলাকার ভূমির ওপর বাঙালি জনগণ এবং সরকারের অবস্থান দুর্বল হয়ে পড়বে। একইসঙ্গে সেনাবাহিনীর সংহত অবস্থানের বিপরীতে পাহাড়ি নেতাদের দৌরাত্ম্য বৃদ্ধি পাবে।
এই সংশোধনীর ফলে ভূমি কমিশনের বিচারিক প্যানেলে পাহাড়িদের একচ্ছত্র প্রভাব সৃষ্টি হবে এবং প্রথাগত ভূমি অধিকার প্রতিষ্ঠার পথ প্রশস্থ হবে বলেও সংগঠনটির লিখিত বক্তব্যে আশংকা করা হয়।
পরিষদের জেলা কমিটির সদস্য সাহাজল ইসলাম সজল, মো. মাসুম রানা, মো. লোকমান ও ওমর ফারুখসহ অন্য নেতারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।