আমাদের কথা খুঁজে নিন

   

বিড়ি টানার পর............................................



গত লেখার মাঝ পথে বিড়ি টানার লাইগা বিরতি দিয়েছিলাম। আজ আবার লিখতে বসেছি। আমার পাঠক আমাকে পাগল বলে গালি দিয়াছে। আর বলেছে আমি জগাখিচুড়ী পাকাইয়া ফালাইছি। আমি বুঝতে পারছি না কোন বিষয়ে জগাখিচুড়ী পাকাইলাম!!!!!!!!!!! ''নাম''' ''দাম'' ''মান'' এই তিনটা বিষয় আমদের সকলের জীবনের সাথী।

''নাম'' নিয়া তেলেসমাতি যে যে ভাবে পারছে করতেছে এবং সামনে করবে এতে সন্দেহ নাই। আমি করলে যত দোষ!!! তাই ''নাম '' নিয়ে আমি লিখতে চাই নাই। জনরোষ বলে কথা !!! পিঠ আমার একটাই আগে নিজে বাঁচতে হবে। কি বলেন? তাই ''নাম'' বাদ দিয়া "দাম" নিয়া লিখতে চাই ছিলাম। আমার পাঠক আমাকে অনুমতি দেয় নাই।

অনেক জিগাইবার পর পাঠক আমাকে জানাইলো বর্তমানে ''দাম" নিয়া ব্যাবসায়িদের নজরে তুমি খারাপ হইয়ো না। তাদের সিন্ডিকেট বড় শক্ত তুমাকে ধুলায় মিশাইবে এক মিনিটে, তাই চুপ যাও । আমিও চুপ করে গেলাম সবিতার মুখের দিকে চাইয়া, সবিতা আমার কবিতার জোগান দাতা। এখন আপনারাই বলেন সবিতা ছাড়া কেমনে বাঁচি? পাঠকের মন জোগাইতে না পারলে আমার পেটে পাথর বান্ধতে হবে। আমি কোন দিকে যাই? "মান" নিয়ে লিখতে গিয়া দেখি সব জিনিষের ''মান'' জাতিসংঘের অনুমতি সহকারে ভেজালে ভেজাল।

পানি যাহার অপর নাম ''জীবন'' তাহাতেও ভেজাল!!!!!!!!!!! এত ভেজালে মানুষ কি করে বাঁচে? তাই আমি নিজে থেকেই ""মান" নিয়া লিখতে চাই না। আমি ঠিক করেছি কি না? আপনাদের কাছেই আমার বিচার। আমার পাঠক তার আজ মাথা ঠিক নাই!! তাহার মাথা ঠিক হলে আপনাদের কাছে আর বিচার দিমু না। কি যেন লিখতেছিলাম? হাঁ মনে পড়েছে "তাল" নিয়ে লিখতে হবে। "তাল" এই জিনিষটা বড়ই চেমতকার!!!!! যে দেখে সেই বলে আমার!!!!! আর ''তালগাছ" ওরে বাপরে!!!!!! ওটাতো দেশের সকলের ।

আসলে "তালগাছ" নিজেও জানে না সে কার? তাই আমি ইচ্ছা করেই ''বাল" লিখেছিলাম আর আমার পাঠকও চেতছিল। চেতার পরইতো গালি খাইলাম ফ্রি!!!!!!!!!!!! পরে "কলা" নিয়া লিখতে গিয়া দেশের ছোট পুলাপানের কথা মনে পড়ে গেল। আহারে আমার দেশের গরিব পুলাপান!! ''কলা'' তোদের কপালে নাই, তাইতো তাদের ভিটামিন কম। আর একটা পুলা বা মাইয়ার শইল্লে ভিটামিন না থাকলে সে বড় হইবো কেমনে? আর বড় হইলেই বা কি? তার মাথায় বুদ্ধিতো নাই। যে ''কলা" গরিব পোলাপানে সপ্ন ,সেই বিষয়ে আমার লেখা!!!!!!!!! আর সেই লেখা আপনারা পড়বেন এটা আমি মানতে পারি না।

যাহা আমি চাই না, তা লিখবো কেন? তাই "কলা"নিয়া লিখি নাই। ঠিক করেছি না আমি? আমার লিখতে মনে চায় অনেক কিন্ত পারিনা আমার পাঠকের জন্য !!!সে সব খানেই বাধা দেয়!! ভাবতেছি আমার পাঠক কে এই বার ধরে জুরে একটা থেকনা দিমু আর পাঠক চিত!!!! তবে মইরা গেলে আমি বিপদে পড়ুম । আপনারা দুয়া করবেন যেন আমার পাঠক চুপচাপ থাকে। সে যতদিন চুপ থাকবো আমিও জগাখিচুড়ী লিখতে থাকমু......................................... আইজকাও বলছি টাইপো থাকলে খমা করবেন


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।