আমাদের কথা খুঁজে নিন

   

প্রেম শরাব

আমার কবিতা আমাকে ঘুমাতে দেয় না

যদি কোন শিশির শুভ্র প্রভাতে দুজনে হাঁটতাম ভেজা ঘাস আর ভেজা গন্ধে আমাদের হৃদয় ভেজা হত শুভ্র বাতাসে জীবন মনে হত সুরভীত ছোট্ট গোলাপ স্মৃতিতে। যদি কোন কান্ত নীল দুপুরে আমরা সঙ্গী হতেম মধ্য পুকুরে নয়নে নয়নে খেলতেম, লুকোচরি খেলা যেন সাজানো হতো স্বর্গ সুখের ভেলা। যদি কোন ধ্বংস মঠের বিকেলে আমরা বসা ধূপ গন্ধ জ্বালায়ে, নেশায় দুপিয়ালা শরাব হাতে যেন পৃথিবী বিভোর হতো, তোমাতে আমাতে। যদি কোন অরণ্য অন্ধকারের রাতে অধর স্পর্শিত হতো অনুণ অধরে যদি করতেম পুজা তব মন্দিরে, জানি সব চেয়ে বড় পূজা হতো প্রেমে। তাই তো, প্রেম তুমি হৃদয়ের ফ্রেমে এ জীবন তোমার জন্য কাদে তুমি তাজমহল নও পাষাণে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.