আমাদের কথা খুঁজে নিন

   

অমলিন স্মৃতির আয়নায়



সামু বন্ধুরা, অনেক দিন ধরে আপনাদের সাথে কিছু অমলিন স্মৃতি শেয়ার করব করব করে করা হয় না। আজ কিছু করলাম। এবার ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে ক্রিকেট টুর্নামেন্ট খেলেছিলাম। পাঁচটি দলের মধ্যে পয়েন্টের দিক থেকে সবার নীচে থেকেও শেষে চ্যাম্পিয়ন হই আমরা। সেমিতে যাওয়ার জন্য প্রথম রাউন্ডের শেষ ম্যাচে জয় প্রয়োজন ছিল।

এরপর টানা সেমিফাইনাল জিতে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠি আমরা। ফাইনালে যে দলের সাথে খেলা ছিল তারা ছিল টুর্নামেন্টের অপরাজিত দল। ফাইনালে আমাদের স্কোর ছিল ১৬১/৯ (২০ওভার) জবাবে প্রতিপক্ষ প্রথম ১০ ওভারে করেছিল ৯৮/০। এই পর্যন্ত পড়ে কেউ কি বিশ্বাস করতে পাচ্ছেন যে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। শেষ ১০ ওভার ছিল যেন স্বপ্নের মত।

আমাদের টাইট বোলিং এবং ফিল্ডিং এর সামনে ওরা অল আউট হয় ১৫৪রানে(১৮.৩ ওভার)। প্রথম উইকেট জুটি আউট করার পর ওরা আর প্রতিরোধই করতে পারে নি। এরপর শুরু হয় আমাদের বিজয় উল্লাস। টুর্নামেন্টের সবচেয়ে কম পয়েন্ট পেয়ে সেমিতে উঠাই যে দলটির ছিল সংশয়, তারাই শেষে চ্যাম্পিয়ন। আমাদের কষ্ট এবং স্পনসর-দের যে সহযোগীতা-- তা স্বার্থক হয়েছে।

আবার মুখিয়ে আছি, কবে আসবে ঈদের ছুটি। আবার শুরু হবে টুর্নামেন্ট। আবার জিতব ইনশাল্লাহ। সামু ভাইদের দোয়া এবং সমর্থন কামনা করছি। কি সাপোর্ট করবেন তো আমার দলকে?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।