আমাদের কথা খুঁজে নিন

   

অমলিন তুমি



আমার স্বপ্নগুলো যদি তোমাকে দেই কি দেবে তুমি আমায়??? প্রতিদান চাইনি কিন্তু শুধু জানতে ইচেছ হয়, কি দেবে আমায় তুমি আমার স্বপ্নগুলোর বিনিময়ে।। তুমি আমায় তোমার দু:স্বপ্নগুলো দিয়ে দাও আমি তোমার দু:স্বপ্নগুলোকে আমার স্বপ্ন দিয়ে রঙ্গীন করে দেবো, যে স্বপ্নে বিভোর হয়ে তুমি হাসবে খেলবে, গান গাইবে, ভেসে যাবে সুখের সাগরে।। তোমার দু:স্বপ্নগুলোকে আমি দেবো দুটো ডানা উপহার যেনো সেই ডানা মেলে দু:স্বপ্নগুলো উড়ে যাবে অচীন পুরে কোন দিন ও আর আসবে না ফিরে তোমার সুখের জীবনে বাধা হয়ে আসবে না তোমার পথ চলার মাঝে।। তোমার দুঁচোখের মায়াবী চাহনীতে আমার স্বপ্নগুলো খেলে যাক, গান গেয়ে যাক, ভেসে যাক সুখের ভুবনে তোমার এই সুখ দেখে আমি ভেসে যাবো বহুদুরে আমার সব কিছু তোমাকে উজার করে দিয়ে, তোমাকে একটু সুখী দেখার জন্যই তো আমার এই পথচলা। কিছু সত্য কিছু মিথ্যে নিয়ে কাটাই জীবন হারিয়ে যায় অনেক কিছুই এই জীবন থেকে তবুও, তুমি তো মিশে আছো আমার মাঝে অমলিন হয়ে আমার ভালোবাসায় আর বিশ্বাসে।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।