আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ যদি গণতান্ত্রিক রাষ্ট্র হয় তাহলে গোপন চুক্তি কেন? সংসদে কোন আলোচনা না করে মিডিয়াকে অন্ধকারে রেখে লোকচক্ষুর আড়ালে ভারতের সাথে এতো এতো গোপন চুক্তি কেন?ভারতকে ট্রানজিট দিয়ে কোটি কোটি টাকার মাশুল আদায় করে বাংলাদেশকে সিঙ্গাপুর বানানোর স্বপ্ন দেখি

সামনে পরীক্ষা , সবার দোয়া প্রার্থী লেখাটি সংগৃহীত ভারতকে ট্রানজিট দিয়ে কোটি কোটি টাকার মাশুল আদায় করে বাংলাদেশকে সিঙ্গাপুর বানানোর স্বপ্ন দেখিয়েছেন যারা তারা এখন লা জবাব কেন? // .................................................................................................................. “এটা ভারতকে দেয়া ট্রানজিট সুবিধারই অংশ। গোপনে সরকার ভারতকে পোর্ট নির্মাণের অনুমোদন দিয়েছে। এটাই প্রমাণ করে এখানে স্বচ্ছতা নেই। এটা বিপদজনক। জনগণের কাছে আড়াল করেই বাংলাদেশে অন্য দেশ পোর্ট নির্মাণ করছে।

ট্রানজিটের ক্ষেত্রেও একই লুকোচুরি হচ্ছে। ভারত একদিকে বাংলাদেশের চারদিকে কাঁটাতারের বেড়া দিয়ে জেলখানা বানাচ্ছে। অন্যদিকে বাংলাদেশকে তাদের সড়ক বানাচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরে ভারতের বন্দর নির্মাণ কোনভাবেই মেনে নেয়া যায় না”। ……………… অধ্যাপক আনু মোহাম্মদ “কী কারণে এই পোর্ট নির্মাণের অনুমোদন দেয়া হয়েছে তা না দেখে বলা যাবে না”………… নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান পোর্টের বিষয়ে সরকার অবগত আছে : যুগ্ম সচিব আলাউদ্দিন, নৌ-পরিবহন মন্ত্রণালয় বণিক বার্তায় প্রকাশিত প্রতিবেদনে জানা যায় সরকারের অগোচরে নারায়ণগঞ্জে অভ্যন্তরীণ কনটেইনার পোর্ট নির্মাণ করছে ভারত।

কিন্তু এখন শুনি না তা সরকারের গোপন অনুমোদনেই হচ্ছে, বিনা মাশুলে চট্টগ্রাম বন্দর ব্যাবহারের পর এখন মংলা বন্দর ব্যবহার করার আয়োজন করছে ভারত! এর মাঝে আবার এখন শুনতে পাচ্ছি চট্টগ্রাম ও মংলা বন্দরের পাশাপাশি ভারতীয় আমদানি-রফতানিকৃত পণ্য লোড-আনলোডে নারায়ণগঞ্জ কনটেইনার টার্মিনাল স্থাপন করতে ভারতকে গোপনে অনুমোদন দিল সরকার! বাংলাদেশ যদি গণতান্ত্রিক রাষ্ট্র হয় তাহলে গোপন চুক্তি কেন? সংসদে কোন আলোচনা না করে মিডিয়াকে অন্ধকারে রেখে লোকচক্ষুর আড়ালে ভারতের সাথে এতো এতো গোপন চুক্তি কেন? এখন আবার সভা সমাবেশ তো নিষিদ্ধ, গোপন চুক্তির বিরুদ্ধে প্রতিবাদও তাই বন্ধ! জয় সরকার কিংবা বিরোধী দলের নয়, জয় হচ্ছে ভারতের! বাংলাদেশের সব পোর্ট এভাবে ভারতের দখলে চলে যাবে, আর তার জন্য মাশুল/ফি ও পাওয়া এখন দুষ্কর হয়ে যাচ্ছে! ভারতকে ট্রানজিট দিয়ে কোটি কোটি টাকার মাশুল আদায় করে বাংলাদেশকে সিঙ্গাপুর বানানোর স্বপ্ন দেখিয়েছেন যারা তারা এখন লা জবাব কেন? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.