আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগীয় ছাগতন্ত্রের উত্থান-পতনে আম ব্লগারের অনুভুতি....



বাংলা ব্লগিং এর উষালগ্নের সাথে ছাগু ও ছাগলামি অংগাঅংগি ভাবে জড়িত। পেয়ারা পাকি খোঁয়াড়ের পুতি গন্ধময় স্বপ্নে বিভর এসকল ছাগকুল তাদের ছাগপ্রধান গো.আ., নেজামি, মুজহিদি ইত্যাদি কর্তৃক পাল-প্রাপ্ত হয়ে (পাল শব্দটির আবিধানিক অর্থটি প্রচলিত আরবান ডিকশনারিতে পাওয়া যাইবে) বাংলা ব্লগে লাদি ছড়ানো ও ম্যাৎকারে তৎপর হইয়া ওঠে। ব্লগিং এর অন্তরালে তারা সাধারন মানুষের স্পর্শকাতর বিষয় ইসলাম ধর্মরে ঢাল হিসাবে নিয়া মউদুধি আদর্শ প্রচারে ব্যাস্ত হয়া পড়ে। ছাগুদের প্রিয় বিষয় ৭১ নিয়া অপপ্রচার, ছলেবলে কৌশলে জাশি জানোয়ারগো রগকাটা রাজনীতি জায়েজ করন, ছায়ার মইধ্যে আওয়ামী ভুত দেইখা ত্রাহী সুরে ম্যাৎকার, প্রগতিশীল যে কোন কিছুর ভিতর ধর্মদ্রোহী আলামত আবিস্কার ইত্যাদি ইত্যাদি। তবে এই সকল ছাগুরা বিভিন্ন সময় বিভিন্ন ব্লগারগো কাছে দাবড়ানী খাইয়া, কেউ কেউ বিচি হারাইয়া, কেউ কেউ কাঠাল পাতার সল্পতাই ম্রিইমান হইয়া ব্লগ ত্যাগ কইরাছে।

কিন্ত মগবাজারের বিশেষ মিশনে দিরহাম-রূপি-টাকার বিনিময়ে তারা বারে বারে ফিইরা আসে। পুরানো ছাগুরা রিটায়ার হয়া গেলে নতুন ছাগুরা তাগো জায়গা নেয়। ছাগুদের মইধ্যে জেন্ডার ভেদে ৩ রকম ছাগু দেখা যায়, যেমন- ছাগু, ছাগি ও সাইয়া ছাগু। ব্লগিং বিনোদনে ছাগুগো অবদান অনস্বিকার্য। এরা না থাকলে ব্লগিং পাইনসা হইয়া যাইত।

তবে বিশেষ মৌসুমে ব্লগে ছাগু প্রজনন বাইড়া গেলে সাধারন ব্লাগারগন পরিবেশ বিপর্যয় রোধে কিছু ছাগু জবাই দিয়া কাচ্চি বিরানি রাইন্ধা খায়া ফালায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.