আমাদের কথা খুঁজে নিন

   

আগামী বছর ফের দেখা হবে

ভাল লাগে ফুল, কিছু কিছু ভুল

আগামী বছর ফের দেখা হবে, অথবা আগামীকাল দেখা কি হবেই? সুনিশ্চিত না জেনেই তবু এই আশার মরীচি আগামীকাল ফের দেখা হবে অথবা আগামী বছর আগামীরা ফিরে ফিরে আসে প্রতিদিন আরো একটি বিগত দিন- প্রতিদিন গত হয়ে যায় ফেলে যায় উষ্মীষ, রেখে যায় ক্লান্ত চরণ ভেসে যায় স্মৃতিমগ্ন কত রাত, অসার দুপুর আজ এই- সকালের ভেজা ঘাস, রাত্রির কান্নার চিন দুপুরের হাসি মেখে স্মৃতিদাগ মুছে ফেলে- তবু অমলিন আগামীকালের নাম আশা, প্রেম- আগামী কালের নাম সুখ পুরোনো ব্যাধিরা তবু সনিয়ম ছুঁয়ে থাকে বিষন্ন চিবুক আকাঙ্ক্ষার ডানাগুলো ফেঁসে গেছে আকাশের নীল ঝুল মেখে স্বপ্নের রোদ সব ঢেকে গেছে বিষাদের বিরূপাক্ষ মেঘে সেইসব প্রিয়মুখ স্মৃতির বর্শা হেনে ক্ষতবিক্ষত করে যায় অহর্নিশ; পালকে গুজেছি ভুল বোধ চিরায়ত সময়ের ঘাটে কবে ভিড়িয়েছি চেনা নাও, ভুলে গেছি সব জন্মেই দেখেছি এক অচেনা আকাশ অচেনা চন্দ্র-সূর্য, এক ঝাঁক অচেনা হৃদয় রেখেছে বেঁধেই তবু ছেড়ে যেতে অনীহা অপার কিছুই পড়েনা মনে এ আমার কবেকার অস্তিত্বের ক্লান্ত নিগড় সেইসব স্মৃতিমুখ-চিনচিনে ব্যথা তোলে বুকের ভেতর সেইসব প্রিয়মুখ, প্রতিদিন দেখা হয়- প্রকৃতি ও নদী সেইসব অনুভূতি- বুকভাঙা আর যত স্বপ্ন আরতি আপাতত ভাল থেকো, আপাতত বিদায় বিদায়- আগামীকাল ফের দেখা হবে- অথবা আগামী বছর!!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।