আমাদের কথা খুঁজে নিন

   

বিয়ে আগামী বছর

ভালো কিছু করতে চাই বিয়ের জন্য পাত্র খুঁজছেন শশী। আগামী বছর বিয়ের পরিকল্পনায় বর্তমানে পাত্র খোঁজার কাজ চলছে বলে জানিয়েছেন শশী। তবে অবশ্যই মিডিয়ার কোন ছেলেকে বিয়ে করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন এ পর্দাকন্যা। তিনি বলেন, আসলে অনেক তো দেখলাম, দু’জনেই মিডিয়ার হলে সংসার করা হবে না। আর যেন তেন সংসার করার পক্ষপতিও আমি নই।

আমি বলছি না যে ইতিপূর্বে মিডিয়ার মধ্যে থেকে বিয়ে করে অনেকে অসুখী আছেন। আমি এসময়ের প্রেক্ষাপটে কথাটা বললাম। মোট কথা আমি মিডিয়ার বাইরে বিয়ে করবো। আমার অবসরে সে অবসর নেবে। তার অবসরে আমি অবসর থাকবো- এভাবেই আনন্দের সঙ্গে সংসার করতে চাই।

তাই আমার ইচ্ছাটাও তেমনি। শশীর পরিবার এবং কাছের মানুষগুলো তাই হন্যে হয়ে শশীর জন্য পাত্র খুঁজছেন। একের পর এক পাত্রের খোঁজ পেলে দেখেও নিচ্ছেন। অপছন্দ হলে না করে দিচ্ছেন। কিছুটা পছন্দ হলে- ওয়েটিংয়ে রাখছেন।

শশী বলেন, আল্লাহ চায়তো আগামী বছরের মধ্যেই এ কাজটি সম্পন্ন করে ফেলবো। তবে বিয়ের সঙ্গে মিডিয়ায় কাজের তেমন বাঁধা সৃষ্টি হবে না। আগের মতো না হলেও-যথাসম্ভব অভিনয় করে যাবো। শশী এখন মনোযোগী চলচ্চিত্র নিয়ে। আরও দু-চারটি ভাল মানের চলচ্চিত্রে অভিনয় করতে চান।

তবে অবশ্যই বাণিজ্যিক ধারার ছবি। শশী অভিনীত বর্তমানে শুটিং চলছে শফিকুল ইসলাম ভৈরবীর পরিচালনায় ‘সোয়াচান পাখি’ ছবির। এ ছবিতে শশীর নায়ক আনিসুর রহমান মিলন। ছবিতে আরও অভিনয়ে আছেন নওশীন, ডলি জহুরসহ অনেকে। এছাড়া শশী এরই মধ্যে নতুন দুটি ছবিতে অভিনয়ের বিষয়ে প্রায় চূড়ান্ত হয়েছেন।

আর ছোটপর্দায় বর্তমানে শশী অভিনয়ে ব্যস্ত আছেন- আলভি আহমেদের পরিচালনায় ‘নাগরিক’, অম্লান বিশ্বাসের পরিচালনায় ‘ভিলা পাবনা’, সৈয়দ জেমীর পরিচালনায় ‘চেনাপথ অচেনা গলি’, চঞ্চল খানের পরিচালনায় ‘হাতিম তাই’ প্রভৃতি নাটক নিয়ে। অবশ্য বর্তমানে নতুন কোন ধারাবাহিক নাটকে অভিনয় করতে ইচ্ছুক নন শশী। একক নাটকে অভিনয়েই তার আগ্রহ বেশি। সেই হিসেবে এরই মধ্যে কয়েকটি একক নাটকে অভিনয় করেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- রাশেদ রাহার রচনা ও পরিচালনায় ‘ব্রেকআপ’, কামরুল আহসানের রচনা ও শাহ আলম কিরণের পরিচালনায় ‘তোমার বাড়ি আমার বাড়ি’সহ নাম না জানা আরও কয়েকটি।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.